হাদীসের অথেনটিসিটি চেক করুন আপনার গুগল টক থেকেই..

হাদীসের অথেনটিসিটি চেক করতে এক সময় কত ঘামই না ঝড়াতে হত। বড় বড় কিতাবের পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়েও সঠিক সিদ্ধান্তে পৌঁছানো কষ্টকর হয়ে যেত। প্রযুক্তির কল্যানে এখন হাদীসের অথেনটিসিট চেক করা কত সহজ হয়ে গেছে!

হাদীসের অথেনটিসিটি চেক করার জন্য যা যা করতে হবে:

  • ১. প্রথমে আপনার গুগল টক -এ এই এ্যাড্রেসটি এ্যাড করে নিন: hadith@dorar.net
  • ২. কিছুক্ষণ পরই দেখবেন “hadith@dorar.net” কে অনলাইন দেখা যাচ্ছে। তার উপর ক্লিক করুন।

  • ৩. আপনি যেই হাদীসটির অথেনটিসিটি চেক করতে চাচ্ছেন, তা ম্যাসেজ লেখার ঘরে টাইপ করুন। অবশ্যই আরবিতে, অন্য কোনো ভাষা এটা সাপোর্ট করে না। উদাহরণ স্বরূপ আমরা “من قال لا اله الا الله” টাইপ করলাম। এরপর কীবোর্ড থেকে এন্টার বোতামটি চাপুন।

  • ৪. কিছুক্ষণের মধ্যেই একটি ফিরতি ম্যাসেজ পাবেন। যাতে হাদীসটি বুখারী বা মুসলিম শরীফে থাকলে তা সম্পূর্ণ অংশ উল্লেখপূর্বক জানিয়ে দেয়া হবে। অন্যান্য হাদীসগ্রন্থ থেকে আরো বিস্তারিত তথ্যসহ জানতে “المزيد” এর নিচে লিংক দেয়া থাকবে।

  • ৫. লিংকে ক্লিক করলে সকল হাদীসগ্রন্থ থেকে হাদীসটির মতন (মূল বক্তব্য), হাদীস নং বা পৃষ্ঠা নং, রাবী (বর্ণনাকারী), রাবীদের হাল (অবস্থা) এবং হাদীসের দারাজা (হাদীসের মান) জানা যাবে।

এছাড়া হাদীসটি যদি বুখারী-মুসলিমে না থাকে, তাহলে ম্যাসেঞ্জারে কেবল উল্লেখ থাকবে যে, হাদীসটি বুখারী-মুসলিমে নেই। এরপর “المزيد” এর নিচে লিংকের মাধ্যমে অন্যান্য হাদীস গ্রন্থে এর কী অবস্থান – তা জানা যাবে।

বাংলাদেশি প্রোগ্রামারদের কাছে অনুরোধ:

Dorar.net এর এই টেকনোলজি থেকে আপনারা বাংলায় কুরআন ও হাদীসের খিদমতে কিছু উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেন।

  • ১. বাংলায় যেসব সাইট ইউনিকোডে কুরআনের বাংলা অনুবাদ প্রোভাইড করছেন, তাদের সহযোগিতায় এমন একটি সিস্টেম বানাতে পারেন, যেন ভিজিটর গুগল টকে কোনো সূরা বা আয়াত নম্বর লেখামাত্র ফিরতি ম্যাসেজে বাংলা অনুবাদসহ আয়াতটি চলে আসে।
  • ২. কোনো বাংলা শব্দ ম্যাসেঞ্জারে পাঠালে সার্ভার থেকে ঐ শব্দটি কুরআনে কতবার কোথায় কোথায় আছে তা ফিরতি ম্যাসেজে জানিয়ে দেয়া হবে।
  • ৩. এই সিস্টেম দিয়ে মোবাইল এ্যাপ্লিকেশনও ডেভেলপ করা যেতে পারে।

মোবাইল অপারেটররা এই সিস্টেমে এ্যাপ্লিকেশন তৈরি করে একই সঙ্গে খিদমত+ব্যবসা করতে পারেন।

কীভাবে?

খুবই সিম্পল। সার্ভার বেজড্ একটি পিসিতে এ্যাপ্লিকেশনটি রান করবে। গ্রাহক যখন নির্দিষ্ট নম্বরে এস এম এস পাঠাবেন, তখন সার্ভার রিটার্ন ম্যাসেজে সংশ্লিষ্ট ফলাফল প্রদান করবে।

উদাহরণস্বরূপ: গ্রাহক “namaz” লিখে ৭৮৬৬ নম্বরে এসএমএস করল। ফিরতি ম্যাসেজে জানানো হল:

“Your query “namaz” is available in 30 ayats of Holy Quran. (2:24, 2:26, 3:44, 4:56..) To know any specific ayat, pls write “sura:ayat ” (i.e. 32:14) and send to 7866″

এতে গ্রাহক আরো বেশি জানতে চাইলে পুনরায় ম্যাসেজ পাঠাবে যাতে মোবাইল অপারেটরও লাভবান হবেন, গ্রাহকও উপকৃত হবেন।

এরকম হাজারো আইডিয়া মাথায় জ্যাম হয়ে আছে। কে/কারা যে এসে জ্যামটা ছুটাবে, তার/তাদের অপেক্ষাতেই প্রহর গুনছি..!!

Special thanks to Dr.Shamsul Hoque Siddique, who first informed me about hadith@dorar.net.