প্রশ্ন : বে-নামাজীর হাতের রান্না খাবার খাওয়া কি বৈধ?

প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমাদের এখানে লোকমুখে প্রচলিত যে, বে-নামাজীর হাতের রান্না খেলে গোনাহ হয়। এটা কতটুকু সঠিক?

উত্তর : ওয়ালাইকুম আসসালাম। এটি একটি ভ্রান্ত ধারণা। নবীজী স. মুশরিকের হাতের রান্না খেয়েছেন। তিনি ইহুদী এক নারীর দাওয়াত কবুল করেছিলেন। কাজেই এতে কোনো গোনাহ নেই।

তবে, সেই বে-নামাজী ব্যক্তিকে উপদেশ দেয়া যেতে পারে। এবং নামাজ ছাড়ার গোনাহ ও ভয়াবহতা সম্পর্কে তাকে অবহিত করা যেতে পারে। নবীজী স. বলেছেন,

العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر

“আমাদের ও কাফের-মুশরিকদের মাঝে পার্থক্য নামাজ। যে তা ছেড়ে দেয়, সে যেন কুফরী করল”। (সুনানে আহমাদ, নাসায়ী)

অপর এক হাদীসে আছে,

بين الرجل وبين الشرك أو الكفر ترك الصلاة

ব্যক্তি ও কুফর-শিরকের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া। (মুসলিম)

তবে বারবার উপদেশ ও সতর্ক করার পরও যদি সে না শোনে, এবং আপনি বুঝেন যে তার খাবার না খেলে সে লজ্জিত হবে, তাহলে তা করতে পারেন। যেন সে শুধরে যায় এবং নামাজ পড়ে। এটা আল বুগদু ফিল্লাহ বা আল্লাহর জন্য মনোমালিন্য করার শামিল হবে। যা নি:সন্দেহে খুব প্রশংসনীয় কাজ। দেখুন : আল্লাহর জন্য ভালোবাসা ও মনোমালিন্য করার অর্থ