নিজের অক্ষমতার মাঝে আল্লাহর অস্তিত্ব উপলব্ধি

কোনো বিষয়ে যখন নিজের অক্ষমতা প্রকাশ পায়, চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফলাফল না আসে, তখন খুব আনন্দিত হই। বুঝতে পারি, একজন আছেন, যিনি আমার কাছে আমার অক্ষমতা প্রকাশ করে দিলেন, বুঝিয়ে দিলেন, আমি অক্ষম, অসহায়, আর তিনিই একমাত্র সক্ষম। এরই মাঝে যেন আল্লাহর ক্ষমতা উপলব্ধি করতে পারি।

একইভাবে রিযকের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে। রাত আছে বলেই আমরা দিনকে উপলব্ধি করি। আমরা অক্ষম, আমাদের ক্ষমতা সসীম, সেজন্যই আমরা একজন অসীম ক্ষমতার অধিকারী সত্ত্বার অস্তিত্ব অনুভব করি। আর সে সত্ত্বাই যে মহান আল্লাহ তায়ালা।

আলহামদুলিল্লাহ!