প্রশ্ন : টিপ কি বিজাতীয় সংস্কৃতি?

প্রশ্ন : আস্‌সালামূয়ালায়কূম মুফতি সাহেব,

আমাদের দেশে মহিলারা যে মাথায় টিপ পরে এটা কি ইসলামে জায়েজ? এটা কি বিজাতীয় সংস্কৃতি থেকে এসেছে?

উত্তর : ওয়ালাইকুম আসসালাম।

জ্বি এটা বিজাতীয় সংস্কৃতি থেকে এসেছে। এবং এর সাথে তাদের বিশ্বাসও জড়িত। তাদের অনুকরণে কেউ এটা পরলে রাসূলের স. এই হুশিয়ারি প্রযোজ্য হবে। তিনি স. বলেন, “যে ব্যক্তি কোনো জাতিকে ভালবাসে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।” অন্যত্র আছে, “ব্যক্তি তাদের সাথেই থাকবে, যাদেরকে সে ভালবাসত।”

আর অনুকরণ ভালবাসা থেকেই আসে। মানুষ যাকে ভালবাসে, তাকে অনুকরণ করে।

কাজেই অনুকরণ = ভালবাসা = রাসূলের স. হুশিয়ারি।

আল্লাহ আমাদের হেফাজত করুন। আমীন।