প্রশ্ন : রমজান মাসে সউদি আরব থেকে বাংলাদেশে সফর করলে ভাঙতি রোযা পূরণ করতে হবে কি না?

প্রশ্ন : আস্সালামু আলাইকুম । ভাই আমি সৌদি আরব থেকে লিখছি। পবিত্র রমজান মাসে আমি বাংলাদেশে যাওয়ার ইচ্ছা। সফরকালীন সময় আমি যদি ১দিন রোজা না রাখি তাহলেও বাংলাদেশে গিয়ে ঈদ করলে আমার রোজা ৩০টি পূর্ণ হবে। এখন আমার প্রশ্ন আমাকে কি ভাংটি রোজাটা পুনরায় রাখতে হবে?
উত্তরটা জানালে উপকৃত হব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

উত্তর : আপনি যে দেশে সফর করবেন, সে দেশে যেদিন চাঁদ দেখা যাবে সেদিনই ঈদ করবেন। রাসূল স. বলেছেন,

صوموا لرؤيته وأفطروا لرؤيته ، فإن غبي عليكم فأكملوا عدة شعبان ثلاث