আমার ডায়েরি : ৩০/০৫/২০১১ : তরুণ আলেম বন্ধুরা! তোমরা কি হাঁটবে না পাশাপাশি? একসঙ্গে?

সেদিন এক মাদ্রাসার ছাত্র ফোন দিল। www.unaico.com সম্পর্কে প্রশ্ন তার। আমি কিছু সময় নিয়ে সাইটটি স্টাডি করে এর প্রফিট শেয়ার পদ্ধতিটি বোঝানোর চেষ্টা করলাম। সম্ভবত পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি সে।

এর কিছুদিন আগে। www.unipay2u.com সম্পর্কে প্রশ্ন করে একজন ই-মেইল পাঠালেন। তাকে আশ্বাস দিলাম, যথাশীঘ্র সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব। এখনো দেয়া হয় নি।

এই দুই ঘটনার মাঝে একদিন। চট্টগ্রাম থেকে এক ভাই মোবাইলে দীর্ঘ সময় নিয়ে আলাপ করলেন। তিনি www.forex.com এর লেনদেন সম্পর্কে জানতে চেয়ে অনেক তথ্য শেয়ার করলেন। আমি জানালাম, forex.com সম্পর্কে একটি প্রশ্ন আমার সাইটের মেইল বক্সে জমা পড়ে আছে। সাইটটিতে ডেমো একাউন্ট নিয়ে আমি অলরেডি রেজিস্টার্ড আছি। এর নানা দিক বোঝার চেষ্টা করছি।

গতকাল। আমার একজন প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক মোবাইলে জানতে চাইলেন, ফেইসবুক কী? আমি জবাব দিলাম, একটি অনলাইন সমাজ। এখানে বন্ধু বানানো যায়, একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করা যায়। তারপর তিনি তাঁর কাছে আসা একটি প্রশ্ন শেয়ার করলেন, যাতে ফেইসবুক সম্পর্কিত কিছু বিষয় ছিল। আমি তাঁর সাথে সংশ্লিষ্ট বিষয়ে আমার মতামত শেয়ার করলাম।

বছর দুয়েক আগের কথা। আমি ইফতা শেষ করে সবে প্রফেশনাল লাইফে প্রবেশ করবো। নানা রকম প্রস্তাবনা সামনে থাকা সত্ত্বেও অনেক চিন্তা ভাবনা করে জামিয়াতুল আস’আদ আর শাবাকা সফটকে বেছে নিলাম। ব্যবসা-বাণিজ্যের ইসলামী সমাধান বুঝা ও বোঝানোর প্রয়োজনে জামিয়াতুল আস’আদের একটি ক্লাস, এবং অনলাইনে ইসলামের সেবার সুদূর স্বপ্নের জন্যে শাবাকা সফট।

তার কিছুদিন পর। আমার এক বন্ধুর সাথে দেখা। সে বলল, ভাই সেদিন আপনার ব্যাপারে একজন প্রশ্ন করলেন। জানতে চাইলেন, আপনি কী করেন। আমি বললাম আপনার কথা। তিনি আফসোস করলেন, আহ! ছেলেটা হারিয়ে গেল।

সেদিন কথাটা খুব কষ্ট দিয়েছিল আমাকে। মনে আছে, ফেইসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম।

এর কিছুদিন পর। আমার এক ক্লাসমেটের সাথে দেখা। সেও প্রায় একই আফসোস প্রকাশ করল।

অনেকদিন পর। নভোথিয়েটারে প্রথম ‘আইটি সেমিনার’ আয়োজিত হলো। শেষ দিকে আমার স্বপ্নগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দাঁড়ালাম। আবেগমাখা কণ্ঠে বললাম, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসার ওয়েবসাইট হবে ইনশা’আল্লাহ। দশ বছরের মধ্যে প্রায় সব মাদ্রাসায় আইটি বিভাগের ক্লাস থাকবে এবং কম্পিউটার ল্যাব থাকবে ইনশা’আল্লাহ।

সবাই যখন সমস্বরে ‘ইনশা’আল্লাহ’ বলে উঠল, তখন চোখে পানি চলে আসল। আজ যে আমার স্বপ্ন সবার মাঝে ছড়িয়ে গেল। আমার জীবন স্বার্থক।

সেদিন বাসায় ফিরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আজ তুমি আমায় নিয়ে গেলেও কোনো আফসোস থাকবে না। আলেমদেরকে প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়ার স্বপ্নদ্রষ্টা যে এখন অনেক.. আমার আর কী প্রয়োজন..

মাস দুয়েক পর। সিলেটে আইটি সেমিনার হলো। ঢাকার নভোথিয়েটারে দ্বিতীয় আইটি সেমিনারও হলো। একে একে স্বপ্নগুলো ছড়িয়ে যেতে লাগল বিভিন্ন দিকে।

আজ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে ফেইসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই। অনেকে ব্যক্তিগত ব্লগের লিংক শেয়ার করেন। বিভিন্ন ইসলামী ওয়েবসাইটের লিংকও শেয়ার হয়। আনন্দে বলে উঠি, আলহামদুলিল্লাহ।

আজ আর কেউ বলে না, ছেলেটা হারিয়ে গেছে। কারণ আমি হারিয়ে যাই নি। আমি কেবল বর্তমান সমাজের ভাষায় ইসলামকে তুলে ধরার এক অদম্য পিপাসায় কাতর হয়ে ছিলাম। এখনো আছি। ভবিষ্যতেও থাকব ইনশা’আল্লাহ।

আমার এ ডায়েরি আমার জীবনের গল্প নয়। নয় নিজের প্রচারনামাও। আমি কেবল বলতে চাচ্ছি, ইন্টারনেটে আলেমদের উপস্থিতি দুই বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল। শুধু আমাদের পিছিয়ে থাকার কারণে আমরা হয়ত এর গুরুত্ব বুঝতে পারি নি। কিন্তু আজ যখন আমরা অনেকেই এ জগতে প্রবেশ করেছি, এখন ঠিকই এর গুরুত্ব আমাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে।

গতকাল। RTV তে বিকেল ৪.১০ মিনিটে ‘প্রশ্নোত্তরে ইসলাম’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইলেক্ট্রনিক মিডিয়ায় অভিষেক হলো আমার। এটি সম্প্রচারিত হবে প্রতি শনিবার ও রবিবার, সরাসরি, একই সময়ে।

এবারও হয়ত অনেককে বলতে শুনব যে, ছেলেটা হারিয়ে গেছে। কিন্তু আমি এবারও হারিয়ে যাই নি, সত্যি বলছি। আমি এক দীর্ঘ স্বপ্ন নিয়ে পথ চলার চেষ্ট করছি। আমি চাই ‘আমরা’ যেন এগিয়ে যাই। আমি ‘একা’ এগুতে চাই না। তরুণ আলেম বন্ধুরা! তোমরা কি এই ‘আমরা’ শব্দের অন্তর্ভুক্ত হবে না? হাঁটবে না পাশাপাশি? একসঙ্গে?

হে আল্লাহ! তুমি আমাদের স্বপ্নগুলো এবং আমাদের সকল আমল কবুল করে নিও। আমীন।