জুমার বয়ান: আমরা মানুষ, আমরা মানুষ

বিবরণ: গত কয়েক দিনে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় হাজারো মানুষ আহত হয়েছেন। জীবন্ত পুড়েছেন অনেকে। যাদের অনেকে ইতোমধ্যে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আরো অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এমনটি দেশে নতুন নয়। কয়েক বছর পরপরই এমন হচ্ছে। আমরা মানুষ হত্যার বীভৎস উল্লাসে ফেটে পড়ছি। বিবেক হারিয়ে ফেলছি। মানুষ হয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে দিচ্ছি।

এ বয়ানে আমাদের বিবেককে নাড়া দেয়ার চেষ্টা করা হয়েছে, কুরআন-সন্নাহর আলোকে। একটি বিবেকও যদি এখানে খোরাক পায়, তাহলে বয়ানটি সার্থক। আল্লাহ আমাদেরকে কবুল করুন।

বি:দ্র: বয়ানটি ডাউনলোড করার জন্য উপরে অডিও প্লেয়ারে Share এ ক্লিক করুন। তারপর Download এ ক্লিক করুন। যে পেইজ আসবে সেখানে Download এ ক্লিক করুন। ধন্যবাদ।

সংশোধনী:

বয়ানটিতে এক জায়গায় রাসূল স. কর্তৃক বনু কুরায়যার গাছপালা জ্বালানোর নির্দেশ দেয়ার কথা বলা হয়েছে, যা অনিচ্ছাকৃত ভুল। সঠিক হবে, বনু নাজীরের গাছপালা জ্বালানোর নির্দেশ দেয়া হয়েছিল। ধন্যবাদ।

একই বিষয়ের ওপর দুটি ব্লগ পোস্ট: