থার্টি ফাস্ট নাইট ও আমাদের বোকামি

আল্লাহ তায়ালা বলেন, সেদিন প্রত্যেকেই যা কিছু ভাল কাজ করেছে তা চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও; ওরা তখন কামনা করবে, হায়! যদি তার এবং তার এসব কৃতকর্মের মধ্যে ব্যবধান অনেক হতো! আল্লাহ তাঁর নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। [আল-কুরআন ৩:৩০]

রাসূলুল্লাহ স. বলেন, ক্বিয়ামতের দিন ততক্ষণ পর্যন্ত বান্দার দুই পা নড়বে না, যতক্ষণ পর্যন্ত: ১. সে তার জীবন সম্পর্কে জিজ্ঞাসিত হবে, কোথায় তা শেষ করেছে? ২. তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, কীসে তা কাজে লাগিয়েছে? ৩. তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, কোথা থেকে তা উপার্জন করেছে? ৪. আর কোথায় তা ব্যয় করেছে? ৫. তার দেহ (দেহের অঙ্গ-প্রত্যঙ্গ/ যৌবন/ সুস্থতা) সম্পর্কে জিজ্ঞাসিত হবে, কোথায় তা ক্ষয় করেছে? – [তিরমিযী: ২৪১৭]

ক্বিয়ামতের পরীক্ষায় কী প্রশ্ন হবে, তা ফাঁস হয়ে গেছে। পরীক্ষার হলে উপস্থিত হওয়ার আগে নিশ্চিতভাবেই জেনে যাচ্ছি কী প্রশ্ন হবে। কাজেই উত্তর প্রস্তুত করা সহজ। আমরা কি তা প্রস্তুত করেছি? সেদিনের পরীক্ষায় যে কোনো নকল চলবে না; হাই ডেফিনিশন ভিডিও ফুটেজে পুরো আমলনামা তুলে ধরা হবে; ভুলভাল উত্তর দিয়ে পার হওয়ার কোনো সুযোগ থাকবে না; কোনো ঘুষ-টুস দিয়ে পার পাওয়ার রাস্তা নেই; নেই ক্ষমতার অপব্যবহারে পাস নম্বর দিতে বাধ্য করার কোনো সুযোগ।

ক্বিয়ামতের দিন আমাদের আমলনামাগুলো কীভাবে সামনে উপস্থাপন করা হবে, কীভাবে সেগুলো ওজন করা হবে, তা একসময় বুঝতে কষ্ট হতো। আধুনিক টেকনোলোজির কারণে তা কিছুটা অনুমান করা যায়, যদিও প্রকৃত অবস্থা অবশ্যই একমাত্র আল্লাহ জানেন।

আমাদের সার্বক্ষণিক কাজকর্ম সচিত্র ধারণের জন্য এখন ক্লোজ সার্কিট ক্যামেরা আছে। তা দিয়ে প্রতি মুহূর্তের কার্যক্রম ধারণ করা যাচ্ছে। সেগুলো সামান্য চিপে (যেমন পেন-ড্রাইভে) সংরক্ষণ করা যাচ্ছে। ভিডিওর ওজন পরিমাপের জন্য ডিস্ক স্পেসের বিভিন্ন হিসাব আছে। কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, আরো আসবে।

আমরা সামান্য বান্দা হয়ে এসব আবিষ্কার করতে পারলাম। তাহলে আমাদের যিনি স্রষ্টা, তাঁর সিসি ক্যামেরা, তাঁর ধারণকৃত ভিডিওর মান, এবং চিপের স্পেস কী পরিমাণ হতে পারে, তা কি কল্পনা করা যায়!

আধুনিক সকল আবিষ্কার আসলে শেষ দিবসের প্রতিটা স্টেপের সত্যতা ও বাস্তবতা বহন করে। আমরাই বোকা, বোকা ছিলাম, বোকা আছি, বোকাই থেকে যাবো। এত বোকা যে, রাবের নিদর্শনগুলোই বুঝতে পারি না।

তাই তো ৩১-এর রাত, অমুক রাত তমুক রাত- ইত্যাদির নাম করে অক্ষয় চিপে হাই ডেফিনিশন ভিডিওতে হাজারো গিগাবাইট আর টেরাবাইটের নাফরমানী রেকর্ড করার সুযোগ করে দিচ্ছি!!

আল্লাহ আমাদের বোকার রাজ্য থেকে বের হওয়ার তাওফীক দিন। আমীন।