আমাদের প্রতিদিন পথে-ঘাটে ট্রাফিক জ্যামে কত সময়ই না নষ্ট হয়। কখনো ঘুমিয়ে, কখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে, কখনো অযথাই বসে থেকে আমরা সময় পার করে দিই। অথচ আমাদের প্রতিটা মুহূর্তই অত্যন্ত মূল্যবান। একটি মুহূর্তও এভাবে হেলায় কাটিয়ে দেয়ার যোগ্য নয়।
আমাদের অনিচ্ছায় তবু এভাবে প্রতিদিনই আমাদের অনেক সময় হেলায় কেটে যায়। আমরা চাইলেই কিন্তু এই সময়গুলোকে মূল্যবান সময়ে পরিণত করতে পারি। পরিণত করতে পারি এমন সময়ে, যেগুলো একদিন আমাদের গর্বের কারণ হতে পারে।
হ্যাঁ। আমরা কুরআন পড়ে, গুরুত্বপূর্ণ ইসলামী বই পড়ে সময়গুলো পার করতে পারি। এতে একই সাথে ক্লান্তি দূর হবে, বোরিংনেস দূর হবে, আবার এ সময়টুকুতে সওয়াবও অর্জন হবে।
কিন্তু সমস্যা হলো, আমাদের সাথে সব সময় আল কুরআন বহন করা সম্ভব হয় না। বই-পত্র সাথে নিয়ে সবসময় ঘোরা যায় না। কাজেই মোবাইলে যদি আমরা আল কুরআন ও প্রয়োজনীয় ই-বুক রেখে দিই, অবসরে সেগুলো আমাদের অনেক কাজে আসতে পারে।
আজ আমরা জাভা সাপোর্টেড মোবাইলের জন্য একটি কুরআন সফটওয়্যারের লিংক দিব, যা ব্যবহারে খুব সহজ, পড়তে খুব সুবিধাজনক এবং সম্পূর্ণ ফ্রী।
প্রিয় পাঠকবৃন্দ, এই লিংক থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন।
http://www.mediafire.com/file/h7ql69pb12g6thv/Quran.jar
এরপর মোবাইলে তা ইন্সটল করে নিন। সফটওয়্যারটি খুব সহজ বিধায় অল্পতেই এর সকল অপশন স্পষ্ট হয়ে উঠবে। তারপরও কোনো অস্পষ্টতা থাকলে নিম্নের টিউটোরিয়ালটা একবার দেখে নেয়ার পরামর্শ দেব। দোয়াতে স্মরণ রাখার অনুরোধ করছি। ভালো থাকুন।
mashallah subhanallah
Assalamualaikum,
Thanks for sharing this.
Hey, do you know anything about the Islamic softwares published by Nokia for Java mobiles (Symbian V3)??
Yes I know. You’ll find them on Nokia Middle East sites. They are really cool. Thanks for reminding. By the way, you can write tutorial on them and share with us.
Assalamualaikum,
Thanks for sharing this Sanaullah.1230@gmail.com
Walaikum Assalam. you are welcome.
I have a query having Quran and say songs, non islamic items in a same mobile phone can go abreast. Whether the software containing the Quran may be different, we also know the latter one is not supposed to be in the mobile phones at all. Answer just assuming the current trend of young generation and Bangladesh perspective. No long theological answer is expected for the aforementioned question.