মালয়েশিয়ান এয়ারলাইনস MH370 নিখোঁজ – পরম ক্ষমতাশীল আল্লাহর সামনে বিজ্ঞান ও প্রযুক্তির চূড়ান্ত অক্ষমতা

কুয়ালালামপুর থেকে বেইজিংগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH370 ফ্লাইটটি যাত্রা শুরুর দুই ঘণ্টা পর থেকেই নিখোঁজ। একবিংশ শতাব্দীর প্রযুক্তিময় পৃথিবীতে ‘নিখোঁজ’ বলতে আসলে তেমন কিছু নেই। স্যাটেলাইট, রাডার, নেটওয়ার্ক, জিপিএস, কম্পিউটার – চারপাশ থেকে আমরা নানাভাবে দৃষ্টিসীমার ভেতরে। আর এভিয়েশন সেক্টরের বিষয় তো আরো উন্নত। ইমার্জেন্সি এলার্মসহ আরো কত উপায় আছে ট্র্যাক করার।

এরপরও চৌদ্দ ঘণ্টার ওপরে হয়ে গেল প্লেনটি প্রায় ১৪টি দেশের ২৩৯ যাত্রী-স্টাফসহ নিখোঁজ। এখন পর্যন্ত অনেকটা ধারণার ওপর ভিত্তি করে (যেহেতু এখনো সনাক্ত করা যায় নি) বিভিন্ন দেশের উদ্ধারকারী দলের তৎপরতায় এগিয়ে চলছে বিমানটি ট্র্যাক করার চেষ্টা, এরপর উদ্ধার।

নিউজটি সকাল থেকেই ফলো করছি, এবং একই সাথে লক্ষ্য করছি বিশ্বব্যাপী নানা মানুষের নানা রকম মন্তব্য। ক্যাপ্টেন একজন মুসলিম হওয়ায়, এবং এয়ারলাইনটিও একটি মুসলিম দেশের হওয়ায় সমালোচনার মাত্রা ভিন্ন। কেউ কেউ এমনও লিখেছেন, আকাশপথে মুসলিমদের কখনো বিশ্বাস করা যায় না। এরকম মন্তব্য দেখে তাদের বুদ্ধিপ্রতিবন্ধী ছাড়া কিছু মনে হয় না।

প্রথমে অনেকেই ধারণা করেছে প্লেনটা হাইজ্যাক হয়েছে। কিন্তু উড্ডয়নের সময় প্লেনটিতে সাড়ে সাত ঘণ্টার তেল ছিল। তাই উড্ডয়নের আট ঘণ্টা পর এ ধারণা বাতিল হয়ে যায়। এরপর অনেকে ভেবেছিল কোনো দেশে তা ল্যান্ড করেছে, কিন্তু তাহলে তো স্বজনদের কেউ জানাবেই, যত প্রতিকুল অবস্থাই হোক না কেন। আর ভূমিতে ক্র্যাশ হওয়ার সম্ভাবনাও নাকচ হয়ে যায়, কারণ তাহলে সিগনাল পাওয়া যেত। সমুদ্রে ক্র্যাশ করে থাকলে পানিতে পরিবর্তন আসত, বাতাসে ছাপ থাকত – কিছুই নেই। সম্পূর্ণ রহস্যময় এ ঘটনায় মানুষের এত এত আবিষ্কারের মাঝেও নিজেদের চরম অক্ষমতা আবার নতুন করে সামনে আসে।

বিজ্ঞান ও প্রযুক্তি যত উৎকর্ষই সাধন করুক না কেন, আল্লাহর ক্ষমতার সামনে এসব একেবারে তুচ্ছ। আমরা যে অক্ষম – একেবারে অক্ষম – তা আল্লাহ তায়ালা বারবার দেখিয়ে দেন।

প্লেনটিতে বেশ কয়েকজন মুসলিমসহ নানা বয়সের মানুষ ছিল। তাদের কী হয়েছে একমাত্র আল্লাহ তায়ালাই জানেন, আমরা ভালো অবস্থার জন্য দোয়া করতে পারি। আল্লাহ তায়ালা পরিবারগুলোকে ধৈর্য্য ধরার তাওফীক দিন। আমীন।

-শেষ খবর পাওয়া পর্যন্ত ভিয়েতনাম এয়ার ফোর্স সমুদ্রে প্রায় বিশ কিলোমিটার জুড়ে দুটো তেল-পিচ্ছিল এলাকা সনাক্ত করেছে, যা সেই উড়োজাহাজটির (ডুবে যাওয়া) বলে ধারণা করা হচ্ছে।

নিউজ ফলোআপ: http://my.news.yahoo.com/mas-aircraft-goes-missing–says-airline-023820132.html

টুইটার: https://twitter.com/search?q=malaysian+airlines&src=typd ,https://twitter.com/search?q=%23PrayForMH370&src=tren