৫, ৬ ও ৭ই ফেব্রুয়ারী জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার ৩০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন

জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা, বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। সুদীর্ঘ ত্রিশ বছর যাবত এখানে মাদ্রাসা শিক্ষার উচ্চস্তর “দাওরায়ে হাদীস” এর ক্লাস চালু রয়েছে। এ ছাড়া তাফসীর ও ইফতাসহ ইসলামী শিক্ষার সর্বোচ্চস্তরের শিক্ষাকোর্স এখানে অত্যন্ত গুরুত্বের সাথে শিক্ষা দেওয়া হয়। বিগত শিক্ষাবর্ষগুলোতে যে সকল ছাত্র এ মাদ্রাসা থেকে হিফযুল কুরআন, হাদীস, তাফসীর ও ফিকহ বিষয়ে ডিগ্রী লাভ করে হাফেজ, মাওলানা, মুফাসসির ও মুফতি হয়েছে, তাদেরকে অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা সনদ ও পাগড়ী প্রদানের উদ্দেশ্যে আসন্ন ২০১০ সালের ৫-৭ তারিখে “দস্তারবন্দী মহাসম্মেলন” শিরোনামে একটি সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ ইসলামের শিক্ষা নয়। ইসলামের নামে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামের সঠিক অবস্থান ব্যাখ্যা করতে এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গের সামাজিক ও মানবিক অবদান জাতির কাছে তুলে ধরতে দৃঢ় প্রত্যয়ী আয়োজকগণ।

উক্ত মহাসম্মেলনে সৌদি আরব, মিশর, আমেরিকা, বৃটেন, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং বিশ্ববরেণ্য আলেম-উলামা তাশরীফ আনবেন। তাদের মাধ্যমে জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে উত্তীর্ণ কৃতী ছাত্রদের মাথায় মর্যাদার মুকুট/ দস্তারে ফযীলত ও সম্মাননা সনদ প্রদান করা হবে, ইনশা-আল্লাহ।

এক নজরে সম্মেলনের খুটিনাটি:

সম্মেলন স্থান: খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ, ঢাকা-১২১৯।

সম্মেলনের তারিখ: ৫ই ফেব্রুয়ারী শুক্রবার জুমার নামায আদায়ের মাধ্যমে শুরু হবে এবং ৭ই ফেব্রুয়ারী রাত এগারোটায় মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন: শায়খুল হাদীস কাজী মুতাসিম বিল্লাহ, প্রিন্সিপাল, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা

সম্মেলনে আমন্ত্রিত আলেম-উলামা:

আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী, মুহাদ্দিস, দারুল উলূম দেওবন্দ, ভারত

আল্লামা শায়খ আব্দুল হক আজমী, শায়খুল হাদীস, দারুল উলূম দেওবন্দ, ভারত

আল্লামা মুফতি সাইয়্যিদ আহমদ পালনপুরী, শায়খুল হাদীস, দারুল উলূম দেওবন্দ, ভারত

আল্লামা শাহ আহমদ শফী, মহাপরিচালক, হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম

আল্লামা আজিজুল হক, মহাপরিচালক, জামিয়া রাহমানিয়া আরাবিয়া

আল্লামা শায়খ আব্দুল হাফীজ মক্কী, মক্কা শরীফ, সৌদি আরব

মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানী, দেওবন্দ, ভারত

মাওলানা আব্দুল মোমিন, শায়খে ইমামবাড়ি

আল্লামা শাহ জমির উদ্দিন, মহাপরিচালক, জামিয়া উবায়দিয়া নানুপুর, চট্টগ্রাম

মাওলানা আমীনুদ্দীন, শায়খে কাতিয়া, সিলেট

মাওলানা মুফতী নূরুল্লাহ, প্রিন্সিপাল, জামিয়া ইউনুছিয়া, বি-বাড়িয়া

মুফতী আব্দুল হান্নান, খতীব, কেন্দ্রীয় জামে মসজিদ, লোটন, ইংল্যান্ড

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, চেয়ারম্যান, ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ

শায়খ ইরফান কবীর উদ্দিন, প্রিন্সিপাল, দারুল উলূম মেরি্ল্যান্ড, আমেরিকা

মাওলানা আশরাফ আলী, শায়খুল হাদীস কাসেমুল উলূম মাদরাসা, কুমিল্লা

মাওলানা নূর হুসাইন কাসেমী, প্রিন্সিপাল, জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা

মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, প্রিন্সিপাল, জামেয়া এমদাদিয়া, যশোর,

মাওলানা তাফাজ্জাক হক, প্রিন্সিপাল, উমেদ নগর মাদরাসা, হবিগঞ্জ

মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, প্রিন্সিপাল, জামেয়া নূরিয়া কারাঙ্গীরচর

মাওলানা আনোয়ার শাহ, প্রিন্সিপাল, জামেয়া এমদাদিয়া, কিশোরগঞ্জ

মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, প্রিন্সিপাল, মাখজানুল উলূম মাদরাসা, মোমেনশাহী

মাওলানা মুফতী সৈয়দ রেজাউল করীম, পীর সাহেব, চরমোনাই

মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, খতীবে ইসলাম, সিলেট

মাওলানা আব্দুল জব্বার, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

মাওলানা আব্দুল কুদ্দুস, প্রিন্সিপাল, ফরিদাবাদ মাদরাসা, ঢাকা

হাফেজ মাওলানা মুহসিন, শায়খে কৌড়িয়া, সিলেট

মাওলানা নুরুল ইসলাম, শায়খুল হাদীস ওয়াল আদব, ওলামা বাজার মাদরাসা, ফেনী

আরো আসবেন দেশ-বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

বিস্তারিত অনুষ্ঠানসূচী পরে জানিয়ে দেয়া হবে। যারা ঢাকায় থেকেও সম্মেলনটি মিস করবেন, তারা সত্যিই বড় কিছু মিস করবেন। তাই প্রস্তুতি নিন আজই..

বি:দ্র: সম্মেলনে আগত বিদেশি স্কলারদের বক্তব্য, সাক্ষাৎকার ও অন্যান্য সংবাদ অনলাইনে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে আইবি নিউজ অনলাইন। আমরা দোয়া করি, তাদের এই উদ্যোগ সফল হোক।