মুশারাকা – ইসলামিক ফাইন্যান্সের সর্বোত্তম মোড – ভিডিও

মুশারাকা হলো পার্টনারশিপ বা অংশীদারী ব্যবসা। ইসলামিক ফাইন্যান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড এটি। ইসলামী ব্যাংকিং ছাড়াও যে কোনো অংশীদারী ব্যবসা, প্রাইভেট লিমিটেড বা পাবলিক লিমিটেড কোম্পানী, শেয়ার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহার হয়।

এই ভিডিওতে মুশারাকার অর্থ, চুক্তি, ব্যবস্থাপনা, প্রফিট-লসের নীতিমালা ও ম্যাচিউরিটি নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এ বিষয়ে প্রাথমিক ধারণা ভিডিওটিতে পাওয়া যাবে।

মুশারাকা নিয়ে কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। ধন্যবাদ।

ইউটিউবে দেখুন: http://www.youtube.com/watch?v=4INp-YLW1Bw

এছাড়া ‘মুরাবাহা’ সম্পর্কে জানুন: https://yousufsultan.com/islamic-finance-murabaha/

 

মুশারাকা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন: