দীর্ঘদিন ধরে স্বপ্ন ছিল আলেম সমাজকে আইটির সাথে সম্পৃক্ত করার। শুরুটা হয়েছিল আল আরিসের হাদীস ও কুরআনের কিছু সিডি মাকতাবাতুল আযহারে বিক্রয়ের মধ্য দিয়ে। এরপর পর্যায়ক্রমে আত তুরাসের আরো কিছু সিডি এবং সবশেষে মাকতাবা শামেলা সফটওয়্যারটি মাকতাবাতুল আযহারের মাধ্যমে পরিবেশন করে আসছি।
গত ৫-৬ বছরের এসব অভিজ্ঞতা ৫-৬ লাইনে লেখা কখনো সম্ভব নয়। শুধু এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের প্রতিটি জেলায় অনেক আলেম সফটওয়্যারটি ব্যবহার করছেন। রাত-দিন-সকাল যে কোনো সময় আলেমরা ফোন করেছেন। অনেকে ল্যাপটপ কিনেই ফোন করেছেন। শুধু এই সফটওয়্যারটির জন্যই ল্যাপটপ, ডেস্কটপ কিনেছেন অনেকে। অনেকে আধা-ঘন্টা থেকে এক ঘন্টা কথা বলে সফটওয়্যারটির আদ্যপান্ত জেনেছেন। শেষে দাওয়াত দিয়েছেন তাদের দেশে যাওয়ার। অনেকে শুধু শুকরিয়া জানানোর জন্য ফোন দিয়েছেন। ফোন দিয়ে কেঁদেছেন এমনও অনেক আছেন। সে অনেক স্মৃতি। ভাবলে চোখ ভিজে যায়। আলহামদুলিল্লাহ বলি।
এসব কিছুর জন্য মাকতাবাতুল আযহারের ওবায়দুল্লাহ ভাইয়ের কথা না বললেই নয়। তাঁর লজিকাল সাপোর্টই এসব সফটওয়্যারকে দেশ ব্যাপী আলেমদের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করেছে।
আজ অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি যে, আগামী ২৪শে ডিসেম্বর, শুক্রবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার অডিটরিয়ামে দেশের যুব আলেম সমাজের জন্য প্রথম আইটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশা’আল্লাহ। ব্যস্ততার জন্য খুব বেশি লেখার সময় পাচ্ছি না। নিচের অংশটুকু একটা সামগ্রিক ধারণা দিবে আশা করি।
কী :
‘তথ্যপ্রযুক্তি ও যুব আলেম সমাজ’ শীর্ষক আইটি সেমিনার
কখন :
২৪ ডিসেম্বর, শুক্রবার, সকাল ৯টা
কোথায় :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার
বিষয়াবলী :
১. তথ্যপ্রযুক্তি : কী ও কেন
২. তথ্যপ্রযুক্তি ও গবেষণা
৩. তথ্যপ্রযুক্তি ও দাওয়াহ
৪. পর্ণোগ্রাফীর বিস্তার ও আলেমদের করণীয়
৫. লেখক, বক্তা, মাদ্রাসা ও মসজিদের জন্য ওয়েবসাইটের প্রয়োজনীয়তা
৬. সময়ের সর্বোচ্চ ব্যবহারে তথ্যপ্রযুক্তি
৭. তথ্যপ্রযুক্তি ও আত্মকর্মসংস্থান
৮. ডিজিটাল বাংলাদেশে আলেমদের ভূমিকা
প্রতিটি বিষয়ের আলোচনার পর প্রশ্নোত্তরের ব্যবস্থা থাকবে।
কীভাবে :
আসন সংখ্যা সীমিত হওয়ায় কেবল পূর্বে রেজিস্ট্রিকৃতরাই অংশগ্রহণ করতে পারবেন। রেজিস্ট্রেশনে কোনো ফী লাগবে না। তবে কম্পিউটার ব্যবহারকারী আলেমদের (বা মাদ্রাসার ছাত্রদের) অগ্রাধিকার দেয়া হবে।
দুই একদিনের মধ্যে কয়েকটি মোবাইল নম্বর দেয়া হবে। যোগাযোগ করে প্রবেশ কার্ড সংগ্রহ করতে হবে।
প্রবেশ কার্ড সংগ্রহের শেষ তারিখ : ২১শে ডিসেম্বর।
অনুষ্ঠানের প্রতিটি বিষয়ের প্রেজেন্টেশন স্লাইড সিডিতে দেয়া হবে। কাজেই কোনো ব্যাগ সাথে আনা যাবে না।
উপহারসমূহ :
উপস্থিত প্রত্যেকের জন্য একটি মাকতাবা শামেলা (২৫০০০) ও একটি জাওয়ামেউল কালিম ডিভিডি উপহার থাকবে।
আর তিনটি কুইজের পুরস্কার হিসেবে তিনটি পেন ড্রাইভ থাকবে।
সাথে, সকল প্রেজেন্টেশনের স্লাইডের সিডি তো থাকছেই।
আয়োজনে:
শাবাকা সফট লিমিটেড
www.shabakasoft.com
ফেইসবুক ইভেন্ট পেইজ :
http://www.facebook.com/event.php?eid=184369894907533
ইভেন্ট পেইজে পুরো অনুষ্ঠানের সর্বশেষ আপডেট দেয়া হবে ইনশা’আল্লাহ।
আলহামদুলিল্লাহ, সত্যি সত্যি বলছি, আনন্দে বুক ভরে গেল সুন্দর এই আয়োজনের খবর শুনে। কওমী আলেমদের এমন এক আয়োজন কওমী আলেমদের আইটি সেক্টরে নতুন এক দ্বার উন্মোচন করবে।
অনেক অনেক ধন্যবাদ ইঊসুফ ভাই আপনাকে, অসংখ ধন্যবাদ আয়োজক টিমের সবাইকে।
Thanks brother. Alhamdulillah everything was fine.
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ!
অবশেষে সেই মাহেন্দ্রক্ষন এসে পড়েছে,
অসংখ্য ধন্যবাদ আপনাকে ইউসুফ ভাই।
(একটা কথা আমার টিকেট এখনো কনফার্ম করা হয়নি। কিভাবে করব? ০১৭১৫৮১০৬৫৩ বললেনঃ আপনি ওনাকে বলে দিলে উনি আমাকে টিকেট কনফার্ম করবেন। আমার সাথে আর একজন ভাই আছেন। তাই আমাকে দুটি টিকেট দিতে হবে।)
আর আপনাকে দীর্ঘ জীবন দান করুন। ভাল থাকবেন।
আসসালামু আলাইকুম।
Thanks brother. At last you came and attended the seminar.
Assalamu Alaikum
Yousuf Vai janina ki bole dhonnobad janabo, ato sundor aunusthhan uphar dilen .shudhu Zajakallah bolei rakhlam. dua chai.