বিবরণ : আজ ৩১শে ডিসেম্বর। কাল ইংরেজি নববর্ষ। আজ রাতে ঢাকাসহ সারা বিশ্বের অনেক তরুণ-তরুণী উন্মাতাল নৃত্যে নাচবে। পালন করবে নববর্ষ বরণ। বন্ধুদের সাথে গ্রহণ করবে হালকা থেকে ভারী বিভিন্ন মাদক।
শুধু আজ রাত নয়। এভাবে বিভিন্ন রাতে মাদক নেয়া শুরু করে আজ পুরো দেশে প্রায় ৪০ শতাংশ ছাত্র-ছাত্রী মাদকের ভয়াবহ কবলে। শুধু কলেজ, ইউনিভার্সিটি নয়, এ তালিকায় আছে স্কুলের কিশোররাও। এ তথ্য আমাদের জন্য খুবই ভয়াবহ।
আমাদের সজাগ হওয়ার সময় বুঝি আর বাকি নেই। এবার সজাগ না হলে ধ্বংস নিশ্চিত।
আর এ ধ্বংস থেকে রক্ষা করতে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে আমাদের তরুণ সমাজই। সমাজের নানা সেবামূলক কাজে নিজেদের জড়িয়ে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারে। অপরদিকে মাদক, সন্ত্রাস সহ নানা অপকর্ম থেকেও নিজেদের বাঁচাতে পারে।
এসব কথাই টুকটাক বলার চেষ্টা করেছি এই বয়ানে।
স্থান : বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ রেইলগেট, ঢাকা।
তারিখ : ৩১/১২/২০১০
অডিও :
audio shunte shunte ekhon video o dekhte mon chai,
may be it is not possible, whatever, so many thanks for the post.
doa korben.