বিবরণ : ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এই বাক্যটি অনেকবার আমরা শুনেছি। কিন্তু এর অর্থ ও স্বাদ উপলব্ধি করতে পেরেছি খুব কমই। ইসলাম যেভাবে স্রষ্টার ইবাদতের নির্দেশ দেয়, তেমনি স্রষ্টার সৃষ্ট মানুষের সাথে মিশে পারিবারিক ও সামাজিক জীবন কীভাবে পরিচালনা করতে হবে, সেটাও ইসলাম শেখায়। এমনি ব্যক্তিগত জীবনে সারা দিনের প্রতিটি কাজ কীভাবে করতে হবে, ইসলাম তা শেখায়। ইসলামের শেখানো এসব শিষ্টাচার আমরা না জানার কারণে আজ মুসলিম হওয়ার পরও আমাদের অনেক আচরণ একজন অমুসলিমের মতো। অথচ ইসলামের মূল আকর্ষণই ছিল মুসলমানদের আচার-ব্যবহার।
এই বয়ানটি ইসলামিক শিষ্টাচার -এর দ্বিতীয় পর্ব। এই পর্বে যা যা থাকছে :
১. কারো বাসায় ঢোকার সময় দৃষ্টি অবনত রাখা।
২. কারো বাসায় গিয়ে তার অসুবিধা হচ্ছে বুঝতে পারলে ফিরে আসা।
৩. বাসায় ঢোকার আগে জুতো জোড়া ঠিক করে নেয়া।
৪. বাসার কর্তা যেখানে বসতে দেন, সেখানেই বসা।
৫. মেজবান যে জায়গায় বসতে বা শুতে দিয়েছেন, সে জায়গা ছাড়া আশ-পাশের বই/কাগজ ইত্যাদি অনুমতি ছাড়া না ধরা।
৬. কোথাও অনেকজন বসা থাকলে একসঙ্গে সালাম দেয়া। বড়র সাথে আগে দেখা করা। কথা কম বলা।
ইত্যাদি।
বিষয়গুলো আমাদের জানা, শুনলে এমনটিই মনে হবে। কিন্তু আমরা কজন এসব মনে রাখি, সেটাই চিন্তার বিষয়। আশা করি এই সিরিজের বয়ানটি আমাদের আচার-ব্যবহারে পরিবর্তন আনতে সক্ষম হবে। আল্লাহ সহায় হোন।
নোট : এই সিরিজ বয়ানটি শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ রহ. এর ‘من أدب الإسلام’ বই থেকে করা হচ্ছে।
তারিখ : ০৮/১০/২০১০
স্থান : বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ, ঢাকা।
অডিও :
ধন্যবাদ! অডিও টা শুনলাম! ইসলামের অনেক সুন্দর বিষয় আমরা ঠিকভাবে তুলে ধরতে পারছিনা! যেমন ধন্যবাদ! অডিও টা শুনলাম! ইসলামের অনেক সুন্দর বিষয় আমরা ঠিকভাবে তুলে ধরতে পারছিনা! যেমন ইসলামের ঢিলা/কুলুপ/টয়লেট টিস্যুর ব্যবহার.. N.G.O রা আমাদের শিক্ষাচ্ছে প্রথমে পায়খানা হাতে ধর… তারপর সাবান দিয়ে হাত ধোয়া!! আচ্ছা পরে যদি এই সাবানটা দিয়ে গোসল করি:( পায়খানা আমার সারা শরীরে ছড়িয়ে গেল!! কি সুন্দর নিয়ম N.G.O দের!
মন্তব্যের জন্য ধন্যবাদ।