Juma Bayan : Shamaele Tirmidhi : Part : 2 | জুমার বয়ান : শামায়েলে তিরমিযী : ২য় পর্ব

বিবরণ : আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলুল্লাহকে স. অনুসরণ করতে হবে। তা আল্লাহ তায়ালা আল-কুরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর অনুসরণের মূলে রয়েছে ভালোবাসা। আইনের কারণে যে অনুসরণ, তার স্থায়িত্ব ক্ষণিকের।

আর কাউকে ভালোবাসতে হলে তার চালচলন, খাওয়া-দাওয়া, পোষাক, জীবন যাপন পদ্ধতি ইত্যাদি জানতে হয়। তা হলেই তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়।

সেজন্যই রাসূলুল্লাহ স. এর জীবন যাপন, চালচলন সবকিছু আমাদের জানার প্রয়োজন। ইমাম তিরমিযী রহ. তাঁর শামায়েলে মুহাম্মদী নামক সংকলনে রাসূলুল্লাহ স. এঁর জীবন যাপন পদ্ধতির উপর পঞ্চাশের বেশি অধ্যায় উল্লেখ করেছেন। আর সেসব অধ্যায়ের আলোকে হাদীস সংকলন করেছেন। যা পড়া ও বোঝা প্রত্যেক মুসলিমের জন্য জরুরী।

এই বয়ানটি ২য় পর্ব।

এতে যা যা থাকছে :

রাসূলুল্লাহ স. এর মোজা, জুতো, পাগড়ী, লুঙ্গী, হাঁটা, বসা, খাবার ইত্যাদি।

স্থান : বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ রেইলগেট, ঢাকা।

তারিখ : ০৩/০২/২০১২

অডিও :