সেদিন এক মাদ্রাসার ছাত্র ফোন দিল। www.unaico.com সম্পর্কে প্রশ্ন তার। আমি কিছু সময় নিয়ে সাইটটি স্টাডি করে এর প্রফিট শেয়ার পদ্ধতিটি বোঝানোর চেষ্টা করলাম। সম্ভবত পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি সে।
এর কিছুদিন আগে। www.unipay2u.com সম্পর্কে প্রশ্ন করে একজন ই-মেইল পাঠালেন। তাকে আশ্বাস দিলাম, যথাশীঘ্র সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব। এখনো দেয়া হয় নি।
এই দুই ঘটনার মাঝে একদিন। চট্টগ্রাম থেকে এক ভাই মোবাইলে দীর্ঘ সময় নিয়ে আলাপ করলেন। তিনি www.forex.com এর লেনদেন সম্পর্কে জানতে চেয়ে অনেক তথ্য শেয়ার করলেন। আমি জানালাম, forex.com সম্পর্কে একটি প্রশ্ন আমার সাইটের মেইল বক্সে জমা পড়ে আছে। সাইটটিতে ডেমো একাউন্ট নিয়ে আমি অলরেডি রেজিস্টার্ড আছি। এর নানা দিক বোঝার চেষ্টা করছি।
গতকাল। আমার একজন প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক মোবাইলে জানতে চাইলেন, ফেইসবুক কী? আমি জবাব দিলাম, একটি অনলাইন সমাজ। এখানে বন্ধু বানানো যায়, একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করা যায়। তারপর তিনি তাঁর কাছে আসা একটি প্রশ্ন শেয়ার করলেন, যাতে ফেইসবুক সম্পর্কিত কিছু বিষয় ছিল। আমি তাঁর সাথে সংশ্লিষ্ট বিষয়ে আমার মতামত শেয়ার করলাম।
বছর দুয়েক আগের কথা। আমি ইফতা শেষ করে সবে প্রফেশনাল লাইফে প্রবেশ করবো। নানা রকম প্রস্তাবনা সামনে থাকা সত্ত্বেও অনেক চিন্তা ভাবনা করে জামিয়াতুল আস’আদ আর শাবাকা সফটকে বেছে নিলাম। ব্যবসা-বাণিজ্যের ইসলামী সমাধান বুঝা ও বোঝানোর প্রয়োজনে জামিয়াতুল আস’আদের একটি ক্লাস, এবং অনলাইনে ইসলামের সেবার সুদূর স্বপ্নের জন্যে শাবাকা সফট।
তার কিছুদিন পর। আমার এক বন্ধুর সাথে দেখা। সে বলল, ভাই সেদিন আপনার ব্যাপারে একজন প্রশ্ন করলেন। জানতে চাইলেন, আপনি কী করেন। আমি বললাম আপনার কথা। তিনি আফসোস করলেন, আহ! ছেলেটা হারিয়ে গেল।
সেদিন কথাটা খুব কষ্ট দিয়েছিল আমাকে। মনে আছে, ফেইসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম।
এর কিছুদিন পর। আমার এক ক্লাসমেটের সাথে দেখা। সেও প্রায় একই আফসোস প্রকাশ করল।
অনেকদিন পর। নভোথিয়েটারে প্রথম ‘আইটি সেমিনার’ আয়োজিত হলো। শেষ দিকে আমার স্বপ্নগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য দাঁড়ালাম। আবেগমাখা কণ্ঠে বললাম, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসার ওয়েবসাইট হবে ইনশা’আল্লাহ। দশ বছরের মধ্যে প্রায় সব মাদ্রাসায় আইটি বিভাগের ক্লাস থাকবে এবং কম্পিউটার ল্যাব থাকবে ইনশা’আল্লাহ।
সবাই যখন সমস্বরে ‘ইনশা’আল্লাহ’ বলে উঠল, তখন চোখে পানি চলে আসল। আজ যে আমার স্বপ্ন সবার মাঝে ছড়িয়ে গেল। আমার জীবন স্বার্থক।
সেদিন বাসায় ফিরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আজ তুমি আমায় নিয়ে গেলেও কোনো আফসোস থাকবে না। আলেমদেরকে প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয়ার স্বপ্নদ্রষ্টা যে এখন অনেক.. আমার আর কী প্রয়োজন..
মাস দুয়েক পর। সিলেটে আইটি সেমিনার হলো। ঢাকার নভোথিয়েটারে দ্বিতীয় আইটি সেমিনারও হলো। একে একে স্বপ্নগুলো ছড়িয়ে যেতে লাগল বিভিন্ন দিকে।
আজ বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে ফেইসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই। অনেকে ব্যক্তিগত ব্লগের লিংক শেয়ার করেন। বিভিন্ন ইসলামী ওয়েবসাইটের লিংকও শেয়ার হয়। আনন্দে বলে উঠি, আলহামদুলিল্লাহ।
আজ আর কেউ বলে না, ছেলেটা হারিয়ে গেছে। কারণ আমি হারিয়ে যাই নি। আমি কেবল বর্তমান সমাজের ভাষায় ইসলামকে তুলে ধরার এক অদম্য পিপাসায় কাতর হয়ে ছিলাম। এখনো আছি। ভবিষ্যতেও থাকব ইনশা’আল্লাহ।
আমার এ ডায়েরি আমার জীবনের গল্প নয়। নয় নিজের প্রচারনামাও। আমি কেবল বলতে চাচ্ছি, ইন্টারনেটে আলেমদের উপস্থিতি দুই বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল। শুধু আমাদের পিছিয়ে থাকার কারণে আমরা হয়ত এর গুরুত্ব বুঝতে পারি নি। কিন্তু আজ যখন আমরা অনেকেই এ জগতে প্রবেশ করেছি, এখন ঠিকই এর গুরুত্ব আমাদের কাছে দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেছে।
গতকাল। RTV তে বিকেল ৪.১০ মিনিটে ‘প্রশ্নোত্তরে ইসলাম’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইলেক্ট্রনিক মিডিয়ায় অভিষেক হলো আমার। এটি সম্প্রচারিত হবে প্রতি শনিবার ও রবিবার, সরাসরি, একই সময়ে।
এবারও হয়ত অনেককে বলতে শুনব যে, ছেলেটা হারিয়ে গেছে। কিন্তু আমি এবারও হারিয়ে যাই নি, সত্যি বলছি। আমি এক দীর্ঘ স্বপ্ন নিয়ে পথ চলার চেষ্ট করছি। আমি চাই ‘আমরা’ যেন এগিয়ে যাই। আমি ‘একা’ এগুতে চাই না। তরুণ আলেম বন্ধুরা! তোমরা কি এই ‘আমরা’ শব্দের অন্তর্ভুক্ত হবে না? হাঁটবে না পাশাপাশি? একসঙ্গে?
হে আল্লাহ! তুমি আমাদের স্বপ্নগুলো এবং আমাদের সকল আমল কবুল করে নিও। আমীন।
সৎ উদ্দেশ্য কে আল্লাহ সফল করেন। তাই আপনার উদ্দেশ্য ও সফল হবে ইনশাহ আল্লাহ।
Insha’Allah. Jazakallahu khairan.
আসসালামু আলাইকুম,
আবেগপ্রবণ হয়ে পড়লাম আপনার সৃত্মিচারণ পড়ে। আপনার মত আমাদের ব্যাথাটাও যে অনেকটা একই রকম!
প্রথেমই অভিনন্দন আপনাকে ইলেক্ট্রনিক মিডিয়ায় আরেক সিঁড়ি অতিক্রম করায়। ইনশাআল্লাহ আপনার এ অগ্রযাত্রাই আহলে হক উলামাদের অন্তরে ইলেক্ট্রনিক মিডিয়ার গুরুত্ব জাগ্রত করবে।
ফেসবুক স্ট্যাটাস-এ মুবারকবাদ দিতে পারিনি তাই এখানে দিলাম।
অনুষ্ঠানের পর্বগুলো কি এখানে দেয়া সম্ভব হবে? চ্যানেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখবেন? তাহলে আমরা যারা সরাসরি দেখতে পারছিনা তারা অন্তত রেকর্ডেড ভার্সনটাই ডাউনলোড করে দেখব।
ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ইনশা’আল্লাহ অনুষ্ঠানের সকল পর্ব শীঘ্রই অনলাইনে দেয়া হবে। দোয়া করবেন। ভালো থাকুন।
Keep It Up Brother, We Will Pray For Your Success.
Jazakallah brother for your duas.
When there is no hope, when there is nothing left around one and when man is pushed to its extreme limit – then and then only is a man created who can prove everyone wrong and finally do for what he was created.
Shihab, your comments are always encouraging. I’m proud to have brothers like you and Sifat and parents like Abbu and Ammu. Your duas are much appreciated. Jazakallah.
নোট টা পড়ে খুব ভালো লাগলো। আমিও একদিন তরুণ আলেমদের নিয়ে অনেক স্বপ্ন দেখতাম এবং অনেক পরিকল্পনা ও নিয়ে ছিলাম। কিন্ত পড়া-লেখা আর পারিবারিক ব্যবসার কারণে হয়ে ওঠেনি, সে সব নিয়ে কাজ করার। অনেক কিছু শেয়ার করার ইচ্ছে ছিল কিন্ত সময়ের কারণে পারছি না। এগিয়ে যান, নিরন্তর ভালবাসা রইল।।
ধন্যবাদ আপনাকে। সময় করে আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। দোয়া চাই।
ami onek din jabot chachi je apnar sathe sakkhat korbo, kintiu ki vabe korbo apni je khob besto ! amay aktu somoy diben ki?
apnar sathe kichu alochona kortam,
Assalamu Alaikum. Phone kore kotha bole nile valo hoi. Ekdin shomoi kore boshe kotha bola jabe insha’Allah. Doa korben.
প্রিয় ইউসুফ ভাই! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্ললাহ। আশা করি, দীনি খেদমতে নিয়োজিত থেকে সুস্থ-ই আছেন। পর কথা হলো, আপনি শুনে খুশি হবেন যে, আপনি আমার পরম প্রিয়দের একজন। আপনাকে আমি কোনোদিন দেখিনি, কোনোদিন আপনার সাথে কথাও হয়নি, তারপরেও আমি আপনাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসি। জানেন কেন এই ভালোবাসা? কেন আপনি আমার এত প্রিয়? হ্যাঁ, এটা এজন্য যে, আপনি আমার স্বপ্নগুলো পুরো করে চলেছেন। গতকাল আপনার নভোথযি়টোরে আয়োজতি প্রথম ‘আইটি সমেনিার ইন্টারনেটে দেখে এত খুশি হয়েছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আশা করি, এ ধরনের সেমিনার আরও করবেন। আর হ্যাঁ, আমি ইন্টারনেট জগতে নতুন। আমি এখন বিভিন্ন ব্লগে লেখা দেই। আমার একটি ওয়েবসাইটও আছে। (http://redoygoleseris.blogspot.com) আশা করি, সময় করে আমার ওয়েবসাইটটি ভিজিট করার পর প্রয়োজনীয় পরামর্শ দিবেন এবং আর কী কী উপায়ে ইসলাম প্রচার করা যায় তা জানাবেন। আমার বিশ্বাস, আপনি ইন্টারনেট জগত সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখেন। আমি নতুন হওয়ার দরুণ অনেককিছু বুঝি না। তাই আপনি অনুমতি দিলে ফোন কিংবা ই- মেইলের মাধ্যমে আপনার কাছ থেকে বিভিন্ন বিষয় জেনে নিতাম। আশা করি, আমার আবদারটুকু রাখতে চেষ্টা করবেন। পরিশেষে আমার ছ্ােট্ট একটি পরিচয় দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমার পরিচয় হলো– আমি হৃদয় গলে সিরিজ নামে একটি সিরিজ লিখি। দোয়া করবেন, আল্ললাহ তাআলা যেন আজীবন এখলাসের সাথে দীনের খেদমত করার তাওফীক দান করেন।
ওয়ালাইকুম আসসালাম ভাই মুফীজুল ইসলাম। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগল। আসলে স্বপ্নগুলো আমাদের একার নয়, বরং আমাদের সবার। আর এ জন্যই এ স্বপ্নগুলো বাস্তবায়নে কাজ করার মজাই আলাদা। আপনি ইন্টারনেট মিডিয়ায় প্রবেশ করেছেন জেনে খুব ভালো লাগল। আপনার ব্লগটি দেখলাম। খুব সুন্দর হয়েছে। আশা করি নিয়মিত আপডেট করবেন। আপনার পরিচয় পেয়ে আরো ভালো লাগল। আমি আশা করব আপনার বইগুলোর চুম্বকাংশ আপনি ওয়েবে দিবেন। আপনার এক নতুন পাঠকশ্রেণী গড়ে উঠবে ইনশা’আল্লাহ। আর ইসলামের খিদমত তো হবেই। সাদাকায়ে জারিয়ার সাওয়াব তো থাকছেই। ভালো থাকুন। দোয়া চাই।
Bai Doya kore apnar E-mail or Mobile Number ta dete parben? Kindly pls>>>>>>>>>>
আমার সাইটের ‘Ask Question’ থেকে প্রশ্ন/কোনো কিছু লিখে পাঠালে আমার ই-মেইলে চলে আসবে। আমি উত্তর দিলেই আমার এ্যাড্রেস পেয়ে যাবেন। এখানে পাবলিকলি ই-মেইল এ্যাড্রেস দিতে পারছি না বলে দু:খিত। ধন্যবাদ।
Your initiative is very much appreciable, but a discouraging matter is always you have to be conscious otherwise many disturbance may restrict your road to the destination. Bonafide matters of islamic shariah should be come to bring through your expedition. could we think before 5-6 yrs this type of It revolution may occur by a guy like yousu. these are happening really. I saw you 5 yrs ago as a seeker of shariati learnings, currently as a preacher, it’s my luck! lastly i request u to pray for me cordially coz because i am on the verge to go to dull leaving all my learnings of islam rather accepting all worldly learnings . wishing u all da best at your steps toward …..hopingto regain the lost status of muslim all around the world.
Thanks brother. Pray for me that Allah keeps me straight on His path. And I do surely pray for all my friends, class mates, relatives and whole muslims all over the world. May Allah help us to follow his orders. Aameen.
جزاك الله احسن الجزاء. هذا منامى ايضا.
ادعو الى الله لان يتقبل اعمالكم و اعمالنا و ينصركم و ينصرنا فى اردتكم و ارادتنا.
شكرا – اللهم تقبل دعائنا و دعائكم – آمين
Your message…
Assalamo…
Asha kori bhalo achen.malibag madrasay apnake onek dhekechi.Apnar chinta chetonar kotha shone aplote hoyechi.Ekhon apnar shathe theke kicho shikhte & khedmot korte chai.Asha kkori nirash korben na.
Hater photo ta shomboboto ai ingitie korche
Walaikum Assalam. Alhamdulillah valo achi. Kivabe apnake shohojogita korte pari janaben. Doa chai.