একটি ইউটিউব ভিডিও নিয়ে গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। ভিডিওটি নেপালের একটি মসজিদের মিনারকে কেন্দ্র করে। তাতে দেখা যায় যে, মসজিদের মিনারটি এমনিতেই বাতাসে ভেসে আকাশে উঠে জায়গা মতো বসে যাচ্ছে। আর তা লা-ইলাহা-ইল্লাল্লাহ জিকিরের সাথে দেখছে শত শত মুসলিম।
ভিডিওটা যা-ই হোক না কেন, তার চেয়েও আকর্ষণীয় হলো এর সাথে সংশ্লিষ্ট বক্তব্য। বলা হচ্ছে, মসজিদটির মিনার নির্মাণের পর তা উঠাতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যাহত হলে প্রশাসনের সাহায্য চাওয়া হয়। প্রশাসন সাফ বলে দেয়, আমরা পারব না, তোমাদের আল্লাহকে বলো। এরপর এক টুকরো মেঘ ঘিরে নেয় মিনারটিকে, আর মিনারটি আপনা আপনি উঠে যায় আকাশে, বসে যায় জায়গা মতো।
আরো একটি ঘটনা পেলাম। তা হলো, মসজিদের ইমাম সাহেব স্বপ্নে দেখেন, তাকে বলা হচ্ছে যেন তিনি একটি সাদা কাপড় দিয়ে মিনারটি ঢেকে দেন। তিনি তা করেন। পরে মিনারটি আপনা আপনি উঠে যায় আকাশে। যা শত শত মানুষ খালি চোখে প্রত্যক্ষ করে।
ভিডিওটির বিষয়ে বলার আগে কয়েকটি ভূমিকা দেয়া প্রয়োজন মনে করছি।
এক.
আমাদের মুসলমানদের ইসলামের সত্যতার জন্য এসব মিরাকল বা অলৌকিক বিষয় কেন প্রয়োজন? আল্লাহ তা’আলা বড় বড় মিরাকল আমাদের সামনে রেখে দিয়েছেন, আমরা কেন এসব ছোট ছোট মিরাকলের পেছনে পড়ি?
আমাদের জন্য সবচেয়ে বড় মিরাকল আমাদের শরীর, এর কার্যপ্রণালী।
আল্লাহ তা’আলা বলেন,
وَفِي أَنفُسِكُمْ أَفَلَا تُبْصِرُونَ ﴿الذاريات: ٢١﴾
এবং (নিদর্শন রয়েছে) তোমাদের নিজেদের মধ্যেও, তোমরা কি অনুধাবন করবে না? (৫১:২১)
এরপর রয়েছে পাহাড়-পর্বত, আকাশ-বাতাস ও প্রকৃতির সব কিছুই। আল্লাহ তাআলা বলেন,
أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ – وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ – وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ – وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ – فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ
তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে? এবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে? এবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে? অতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা। (৮৮:১৭-২১)
জমাট রক্ত থেকে মানুষের সৃষ্টিও অনেক বড় মিরাকল।
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿العلق: ٢﴾
তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। (৯৬:২)
আর আল-কুরআনের চেয়ে বড় মিরাকল আর কী?
أَمْ يَقُولُونَ افْتَرَاهُ قُلْ فَأْتُوا بِسُورَةٍ مِّثْلِهِ وَادْعُوا مَنِ اسْتَطَعْتُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ ﴿يونس: ٣٨﴾
মানুষ কি বলে যে, এটি বানিয়ে এনেছ? বলে দাও, তোমরা নিয়ে এসো একটিই সূরা, আর ডেকে নাও, যাদেরকে নিতে সক্ষম হও আল্লাহ ব্যতীত, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।
وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ ﴿البقرة: ٢٣﴾
এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে এস। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো।
দুই.
আল্লাহ তা’আলা নি:সন্দেহে সবকিছু করতে পারেন, সর্ব বিষয়ে শক্তিশালী। তিনি বলেন,
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا فِيهِنَّ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿المائدة: ١٢٠﴾
নভোমন্ডল, ভূমন্ডল এবং এতদুভয়ে অবস্থিত সবকিছুর আধিপত্য আল্লাহরই। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। (৫:১২০)
তিনি যখন যা চান তা করতে পারেন।
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ ﴿يس: ٨٢﴾
তিনি যখন কোন কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল বলে দেন, ‘হও’ তখনই তা হয়ে যায়। (৩৬:৮২)
إِنَّمَا قَوْلُنَا لِشَيْءٍ إِذَا أَرَدْنَاهُ أَن نَّقُولَ لَهُ كُن فَيَكُونُ ﴿النحل: ٤٠﴾
আমি যখন কোন কিছু করার ইচ্ছা করি; তখন তাকে কেবল এতটুকুই বলি যে, হয়ে যাও,। সুতরাং তা হয়ে যায়। (১৬:৪০)
তদুপরি তিনি সবকিছুই পৃথিবীর ব্যবস্থাপনা ঠিক রেখেই করেন। ব্যবস্থাপনার বাইরে কোনো কিছু তিনি করেন না।
কাফেররা প্রশ্ন তুলত যে, পৃথিবীতে ফেরেশতাকে কেন রাসূল হিসেবে পাঠানো হলো না। কেন আমাদের মতোই মানুষকে রাসূল হিসেবে পাঠানো হলো।
আল্লাহ এর জবাবে বলেন,
قُل لَّوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا ﴿الإسراء: ٩٥﴾
বলুনঃ যদি পৃথিবীতে ফেরেশতারা স্বচ্ছন্দে বিচরণ করত, তবে আমি আকাশ থেকে ফেরেশতাকেই তাদের নিকট রাসূল করে প্রেরণ করতাম। (১৭:৯৫)
তিন.
বিধর্মীরা সব সময়ই মুসলমানদেরকে ধোঁকায় ফেলতে সচেষ্ট থাকে। তারা মুসলমানেদর আবেগ নিয়ে খেলার জন্য বিভিন্ন গল্প সাজিয়ে তাতে বিভিন্ন রং মেখে তাকে আকর্ষণীয় করে তোলে। পরে যখন মুসলমানরা সেটা নিয়ে অতি উৎসাহী হয়ে উঠে, তখন তারাই আবার সেটাকে মিথ্যা প্রমাণ করতে মরিয়ে হয়ে উঠে। মুসলমানদেরকে নিয়ে তারা হাসাহাসি করে।
কাজেই তাদের ফাঁদে পা দেয়ার আগে খুব সতর্কভাবে পা ফেলতে হবে।
এবার আসা যাক ভিডিওটির প্রসঙ্গে।
ভিডিওটির মিথ্যা হওয়ার জন্য অনেকগুলো সহজ যুক্তি রয়েছে। কঠিন যুক্তিগুলোর কথা না-ই বললাম।
১. ভিডিওটি হাজারো ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অথচ কোথাও কোনো সূত্র উল্লেখ করা হয় নি।
২. কোথাও কোথাও সূত্র হিসেবে এই লিংকটি দেয়া হচ্ছে। http://www.thehimalayantimes.com/fullNews.php?headline=DeLisi+in+mosque&NewsID=247830 অথচ এর সাথে ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই।
৩. কোনো লোকাল বা ইন্টারন্যাশনাল মিডিয়া ঘটনাটিকে কভারেজ দেয়নি, বা নিদেনপক্ষে কোনো নিউজও করেনি। অথচ জিও নিউজ সহ অনেকে চ্যানেলই এ রকম ঘটনা পেলে তা সত্যি হলে লুফে নেয়।
৪. কোনো পত্রিকা এটা নিয়ে একটি লাইনও লিখে নি।
৫. এই ঘটনার একটি মাত্র ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়। যা হাজারো সাইটে প্রকাশিত হয়েছে। এটা কোনো ছোট ঘটনা নয়। শত শত মানুষ সেখানে উপস্থিত ছিল। তারা ঘটনাটিকে অন্য সব সাধারণ ঘটনা মনে করেছেন বলেই এর ভিডিও করেন নি, বা তা ছড়ানোর প্রয়াস নেন নি।
৬. এই ভিডিওতে দেখা যায় যে, মিনারটি একটা নির্দিষ্ট স্কেলে আকাশে উঠছে, আবার নির্দিষ্ট সমান্তরালেই তা জায়গামতো গিয়ে বসছে, কাজেই বুঝাই যায় যে, এখানে ক্রেন, রশি সবকিছুই ছিল। আকাশের শুভ্র আলোয় কিংবা সামান্য এডিটিং বা ভিডিওটির বাজে কোয়ালিটির জন্য রশি দেখা যাচ্ছে না।
(যারা সার্কাস দেখেছেন, তাদের কাছে এরকম ব্যাপার সরাসরি দেখারও অভিজ্ঞতা থাকবে। যেখানে এমন রশি ব্যবহার করা হয়, যা সামনে দাঁড়িয়েও মানব চক্ষু তা অবলোকন করতে পারে না।)
৭. ভিডিওটির শেষ দিকে দেখা যায় মিনারটিকে জায়গা মতো রাখার পর লোকজন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাতে বোঝা যায় যে, তারা শুধু ঘটনাটিকে অবলোকন করার জন্যই দাঁড়িয়ে ছিলেন, কাজ শেষ হওয়ার পর অতিরিক্ত আবেগ তাদেরকে সেখানে দাঁড়িয়ে থাকতে উদ্বুদ্ধ করে নি।
আমাদের দেশেও যদি কোনো মসজিদে এভাবে ক্রেন দিয়ে মিনার ওঠানো হয়, তাহলেও কমপক্ষে কয়েক শ মানুষ সেখানে তা দেখার জন্য জড়ো হবে। উৎসুক জনতার উৎসাহ সবকিছুকে ঘিরেই। তা মিরাকল হোক, আর না-ই হোক।
সারকথা, একজন মুসলমান হিসেবে আমাদের ঈমান এসব ছোটখাটো মিরাকলের মুখাপেক্ষী নয়। আমাদের শরীর, আমাদের ভেতরের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, মায়ের পেটে শিশুর বেড়ে ওঠা –এসবই নি:সন্দেহে আরো অনেক বড় মিরাকল।
কাজেই এসব প্রতারণার ফাঁদে পা না ফেলে সতর্ক দৃষ্টি রাখা উচিৎ আমাদের। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন।
ও হ্যাঁ, ভিডিওটির লিংকই তো দেয়া হলো না। আচ্ছা, দিচ্ছি।
একটি গুরুত্বপূর্ণ লিংক পেলাম। আশা করি সবাই পড়ে নিবেন। ধন্যবাদ।
http://islamgreatreligion.wordpress.com/2010/08/23/fake-miracle-flying-dome-of-mosque-in-nepal/
ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে লেখার জন্য। আরেকটি বিষয়- ঘটনাটি নেপালের না ইন্দোনেশিয়ার, সেটা নিয়েও মতপার্থক্য আছে।
আপনাকেও ধন্যবাদ। দোয়া চাই।
Dont know why but it seems that Muslims are the most “idiotic” people around. If it wasnt the case then no one would have thought of uploading these type of videos. Why is it these “miracles” are only seen by Muslims. In reality, people are making fun of Muslims showing that they blindly follow Islam without any thinking. This is the result of “kushonkskar” in our society. Show this to any video editing person or any educated man and he can flatly deny the authenticity of this video. Nowadays we Muslims are looking for miracles everywhere.
But as You and the countless books of Harun Yahya has said if you want to look for miracles around then the BIGGEST MIRACLE is OUR OWN BODY and the nature that Allah (SWT) has created…
The only solution to all these problems is to get ourselves educated.
“The only solution to all these problems is to get ourselves educated.” Let me add another line with it, “..And share our education/knowledge with the ones who are not educated/not knowledgeable. Let your knowledge spread. Allah help us. Aameen.
Jazakallah for your comment.
exactly, you are right
ধন্যবাদ সমসাময়িক বিষয়টি তুলে ধরার জন্য।
আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আমাদের কুসংস্কার ও সস্তা আবেগমুক্ত শক্ত ঈমানের অধিকারী করুন। আমীন।
মাশা আল্লাহ, খুব গুরুত্ত পুরন লেখা,
আপনার পোষ্টটির দরকার ছিলো………
জ্বি, সে জন্যই কিছু লেখার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
ইউসুফ ভাই,জা জা কাল্লাহ খাইর।ভাই আপনার পোষ্টটা আমাদের মত নামে মাত্র মুসলমানদের ধোকা ও ফিতনা থেকে বাচতে সাহায্য করবে ।ভাই ক্ষমা চেয়ে নিচ্ছি,আমি আপনার অনুমতি ছাড়াই আমার ফেসবুকে শেয়ার করে ফেলেছি।প্লিজ আমাকে ক্ষমা করবেন।
ধন্যবাদ ভাই। দোয়া করবেন। পোষ্টের লিংক শেয়ার করলে কোনো সমস্যা নেই্। সমস্যা হলো সোর্স ছাড়া অন্য কোথাও পোষ্ট করলে। ভালো থাকুন।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
মুহতারাম ইউসুফ ভাই, আপনার লেখা পড়লাম, সময় উপযোগী লেখা। ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই। দোয়া করবেন।
আসসালামু আলাইকুম। আপনার এই যুগোপযোগী লেখার জন্য ধন্যবাদ। লেখাটি ইসলামী ম্যাগাজিন গুলোতে প্রচার হোয়া দরকার। দোয়া চাই।
ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে আমার দাওয়াতী কার্যক্রমকে সম্পূর্ণ ওয়েব কেন্দ্রীকই রাখতে চাই। তবে কেউ কোনো ম্যাগাজিনে ছাপাতে চাইলে সূত্র উল্লেখপূর্বক ছাপাতে পারেন, আপত্তি নেই। অনেক ভালো থাকুন। দোয়া চাই।
মিডিয়াতে আসার ব্যাপারটিতে আমি একমত নই। কেননা, একটা দেশের প্রায় সব মিডিয়া সরকারের অধিন থাকে। যেহেতু ঘটনাতে উল্লেখ করা হয়েছে, সরকার বা প্রশাসন অনুমতি দেয় নি বরং কটাক্ষ করে বলে দিয়েছে তোমাদের আল্লাহর কাছে গিয়ে বল। এবং পরবর্তিতে অরেৌকিক ভাবে তা সম্পন্ন হয়েছে যা আল্লাহর কুদরত প্রমানিত হয়েছে। এখানে নেপাল সরকার অপমানিত ও লজ্জিত হওয়ার কথা। যার জন্য সরকার মিডিয়াগুলোকে হুশিয়ার করে দিয়েছে বা কঠোর নির্দেশ দিয়েছে বিষয়টি প্রচার না করার জন্য। সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য যে বা সরকারের ভয়ে হলেও কোন মিডিয়া এ বিষয়টি কভার করেনি। যেহেতু নেপাল একটি বেধর্মী দেশ সেখানে মুসলমানদের সংখ্যা খুবই কম তাই বিষয়টি সহজেই ধামাচাপা দিতে পেরেছে।
আসসালামু আলাইকুম। আপনার যুক্তিভিত্তিক দ্বিমত পোষণের জন্য ধন্যবাদ। তবে এর চেয়েও অনেক শক্ত কারণ রয়েছে এই ভিডিওটিকে ফেইক বলার। ধন্যবাদ। ভালো থাকুন।
আপনা্র বক্তব্য, লেখা আলোচনা চমৎকার। সুন্দর এই তথ্যটির জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
আরো প্রত্যাশিত।
ধন্যবাদ আপনাকে। দোয়া চাই।
Onek onek Dhonnobad vaia…. Apnar ei guruttopurno lekha amader upohar deoar jonno……. Jazakallahu khair.!
Jazakallah..
thanks a lot bhai…….as a Representative of young generation we have to create awareness so that we can change our mind. can change our society.may Allah bless u .
THANK you for this link
jajak allah khoir…. for bring up such an important topic.. we have quran and sunnah we dont need any innovation. if people are bewitch with some KARAMAH, then they should know MASIH AD DAJJAL will have more extraordinary power to bewitched people. even hindu shahu can perform many black majic people might misunderstood it by karamah.
নেপালের মসজিদের মিনার নিয়ে যেটা হলো কিছু কুচক্রি মুসলমান বা কাফিরা চেষ্ঠা করে কিভাবে প্রকৃত মুসলিম বিপথে ফেলিয়ে তাদের ফায়দা হাসিল করবে। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের এই সকল কাফিরদের হাত রক্ষা করুক এই আমার প্রার্থনা। ফী-আমানিল্লাহ।
Very good. We need people like you.
দোয়া করবেন।