আমাদের লোকমুখে ইসলামের নামে অনেক ভুল তথ্য প্রচলিত রয়েছে। অনেক জাল হাদীসকে আমরা বিশুদ্ধ হাদীস বলে জানি, মানি। বিশেষ করে তাবলীগের সাথে যারা জড়িত, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। অনেক জাল হাদীস ও জাল ঘটনা অনায়াসে তারা বর্ণনা করে যান। বিশুদ্ধ ইসলাম প্রচারে অশুদ্ধ হাদীস বর্ণনা কখনোই কাম্য নয়।
মারকাযুদ দাওয়া আল ইসলামিয়ার গবেষণামূলক পত্রিকা ‘মাসিক আল কাউসার‘ লোকমুখে প্রচলিত এসব ভুলের জবাব প্রতি মাসেই ছাপিয়ে থাকে। এর বেশ কিছু সংখ্যা থেকে একত্রিত করে আমাদের এক দ্বীনি ভাই একটি পিডিএফ সংকলন তৈরি করেছেন। সবার উপকার হবে এ আশায় এখানে শেয়ার করছি। আল্লাহ মারকাযুদ দাওয়া ও আমাদের ভাইকে উত্তম প্রতিদান দিন। আমীন।
লিংক : http://www.banglakitab.com/BanglaBooks/Procholito_Vul-MaulanaMuhammadMalek.pdf
কৃতজ্ঞতা : ভাই আব্দুল্লাহ মামুন ও বাংলা কিতাব ডট কম
এটা একটা দারুণ কাজ হয়েছে।
হ্যাঁ। সংকলকদের জন্য দোয়া রইল।
ধন্যবাদ আমাদের ভুলগুলো তুলে ধরার জন্য।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইসলামের উপর চলার তাওফিক দিন।
সংকলক সহ সংশ্লিষ্ট সবাইকে আল্রাহ তায়ালা উত্তম বিনিময় দান করুন। আমিন।
আমীন।