বাংলাদেশ সীরাত ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এই প্রেজেন্টেশনটি উপস্থাপন করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তা’আলার কবুলিয়্যাতের আশায় তা আপলোড করা হলো। এতে যাকাত কীভাবে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পারে তা কয়েকটি পয়েন্টে আলোচনা করা হয়েছে। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো:
- বিশ্বে মোট দরিদ্রের সংখ্যা
- বাংলাদেশে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা
- বাংলাদেশে আনুমানিক মোট আদায়যোগ্য যাকাতের পরিমাণ
- সামগ্রিক অর্থনীতিতে যাকাতের প্রভাব
- যাকাত মাত্র দশ বছরেই সম্পূর্ণ দারিদ্র্য বিমোচন করতে পারে – একটি গাণিতিক উদাহরণ
এটি একটি স্লাইডকাস্ট। অর্থাৎ এটি স্লাইড ও অডিও একই সঙ্গে। আশা করি বুঝতে সুবিধা হবে ইনশা’আল্লাহ। ধন্যবাদ।
বি:দ্র: কিছুক্ষণ লোড হওয়ার পর প্লে বাটনে ক্লিক করুন। অডিওর সাথে অটোমেটিক স্লাইড চেঞ্জ হবে। আর অডিও লোড না হলে সরাসরি স্লাইডশেয়ারে শুনুন। http://www.slideshare.net/yousufs/zakat-and-poverty-alleviation-bangladesh
মাত্র স্লাইডটি দেখে শেষ করলাম। মাশাল্লাহ,চমৎকার হয়েছে। সাম্প্রতিক তথ্যগুলো তুলে ধরায় অনেক ভাল লেগেছে। এই স্লাইডটি ইউটিউবেও আপলোড করে দিলে আরো অনেকেই দেখতে পাবে। জাযাকাল্লাহ খাইরান।
mashallah, onek uttom hoise