সীরাত পাঠদান

এক.

কর্মজীবনের প্রায় চার বছর শেষ হতে চলল আলহামদুলিল্লাহ। এর মধ্যে বিভিন্ন বিষয় পড়ানোর সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তবে সম্প্রতি আবিষ্কার করলাম, সীরাত পড়াতে সবচেয়ে বেশি আনন্দ পাচ্ছি। IUT তে এবারের সেমিস্টারে Islamic History পড়াতে গিয়ে রাসূলের স. জীবন নিয়ে লম্বা সময় কাটানো হয়েছে। রাসূলের স. মাক্কী ও মাদানী জীবন নিয়ে অনেক ভাই এ্যাসাইনমেন্ট হিসেবে প্রেজেন্টেশন জমা দিয়েছেন। সাথে যুক্ত করেছেন ঐতিহাসিক ম্যাপ, তথ্য ইত্যাদি অনেক কিছু। আল্লাহ তায়ালা তাদেরকে উত্তম প্রতিদান দিন। আমীন।

আজ সীরাত পাঠের শেষ দিন রাসূল স. কীভাবে পৃথিবীতে পরিবর্তন আনলেন তার একটি সারাংশ প্রেজেন্টেশন হলো। সাথে ছিল অন্যান্য ধর্মে রাসূল স. এঁর ব্যাপারে উল্লেখ এবং অন্য ধর্মীয় পণ্ডিত, ঐতিহাসিক, বিভিন্ন লেখক ও বিজ্ঞানীদের দৃষ্টিতে রাসূল স.।

এরপর ছিল রাসূলের স. শারীরীক গড়ন, তাঁর হাঁটা-চলা, হাসি ইত্যাদি। একেবারে শেষে ছিল তাঁর ব্যবহৃত জিনিসপত্রের একটি স্লাইডশো। ব্যাকগ্রাউন্ডে দুরূদের একটি থিম গজল চলছিল। এ ছিল অন্যরকম এক আবহ। অনেকেই কেঁদেছি। রাসূলকে স. না দেখার আফসোস যেন আর চেপে রাখা যায় নি।

সবশেষে সীরাত পড়ার স্বার্থকতা নিয়ে আলোচনা হলো। সীরাত যখন জীবনে বাস্তবায়িত হবে তখনই সে পড়া স্বার্থক হবে। আর অন্যের কাছেও সীরাত পৌঁছে দিতে হবে। বর্তমানে ফেইসবুকে স্ট্যাটাসে, শেয়ারে সীরাত ছড়িয়ে দেয়া যায় সহজেই। যতজন লাইক দিবেন, পড়বেন বা শেয়ার করবেন, তত সওয়াব হবে।

ঈমানের এই দুর্দিনে ঈমান বাঁচানোর একমাত্র উপায় সীরাতুন্নবীকে স. আঁকড়ে ধরা। আসুন, সীরাত পড়ি, বুঝি ও আমল করি। আল্লাহ তায়ালা আমাদের তাওফীক দিন। আমীন।

FB Status: https://www.facebook.com/myousufs/posts/10201371396595154

 

দুই.

রাসূলের স. সীরাতে জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। আল-কুরআনের পর সীরাতগ্রন্থ ছাড়া আর কোনো গ্রন্থ পড়ে এত মজা পাই না। সম্প্রতি টাইমলাইনভিত্তিক সীরাত পড়ায় কিছু ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করা হয়। আয়োজকদের জন্য অন্তর থেকে দোয়া আসে।

সাইট ১: http://prophetictimeline.com/ – এখানে রাসূল স. এর জীবনের টাইমলাইনভিত্তিক বিবরণ পাওয়া যাবে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অরিয়েন্টালিস্ট ও এ্যাথিস্টদের প্রায় সব প্রশ্নের চমৎকার উত্তর দেয়া আছে। সাথে দেয়া আছে বিভিন্ন ইভেন্ট থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেগুলোও। আয়োজকদের আল্লাহ সর্বোত্তম প্রতিদান দিন। আমীন।

(বাংলায় এমন একটি সীরাত টাইমলাইন ওয়েবসাইট করার স্বপ্ন দেখছি। আছেন কি কোনো ওয়েব এ্যাপ ডেভ ভাই এবং অনুবাদক/কম্পোজার/সমন্বয়ক – যারা প্রজেক্টটি ফী সাবিলিল্লাহ এক্জিকিউট করতে পারবেন?)

সাইট ২: http://www.historyofislamtimeline.com/ – এই সাইটটি আরো ব্যাপক। রাসূলের স. জীবনসহ পুরো ১৪০০ বছরের ইতিহাস নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তবে মনে হয় সাইটটি এখন তেমন আপডেট করা হচ্ছে না।

যা হোক, সময় পেলেই সাইট দুটো ঘুরে আসার অনুরোধ রইল। জাযাকুমুল্লাহু খাইরান।

FB Status: https://www.facebook.com/myousufs/posts/10201244391460105