আজ যে দুটি সফটওয়্যার নিয়ে লিখছি, সেগুলো নিয়ে পৃথক পোষ্ট দেয়ার ইচ্ছে ছিল। কিন্তু আজ দিব কাল দিব করে আর হচ্ছেই না। তাই আজ এক পোষ্টের মধ্যেই সংক্ষেপে দুটির বিবরণ ও ডাউনলোড লিংক দেয়া হচ্ছে।
১. জাওয়ামিউল কালিম :
এই সফটওয়্যারটি মূলত হাদীস নিয়ে গবেষণার জন্য। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ :
- ১. প্রকাশিত ও অপ্রকাশিত মিলিয়ে ১৪০০ গ্রন্থ
- ২. যে কোনো হাদীসের শুরু, শেষ, ভেতরের অংশ, মারফু, মাওকুফ, কুদসী ইত্যাদি বিভিন্ন ভাবে খোঁজার সুবিধা।
- ৩. খোঁজকৃত হাদীসের তাখরীজ, শাওয়াহেদ ইত্যাদি জানার ব্যবস্থা।
- ৪. হাদীসের মতন ১৪০০ কিতাবে কত জায়গায় কতভাবে আছে, তা ছক আকারে জানা।
- ৫. হাদীসের সব সনদ ছক আকারে দেখা। সনদের বিভিন্ন স্তরে বর্ণনাকারীদের স্তরানুসারে বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে। যেমন, শক্তিশালী বর্ণনাকারীদের জন্য সবুজ রং, দুর্বলদের জন্য লাল ইত্যাদি। এতে সহজেই এক নজরে কোন বর্ণনাকারীর জন্য হাদীসটি দুর্বল হয়েছে তা জানা যায়।
- ৬. হাদীসের সব সনদ এর মধ্যে কয়টি সহীহ, কয়টি দয়ীফ, কয়টি মাওদু, কয়টি মুনকার তা এক নজরে দেখে নেয়া।
- ৭. সনদের ছকে বা হাদীসের শুরুতে যে কোনো বর্ণনাকারীর নামের ওপর ক্লিক করলে তার সম্পর্কে এক নজরে বিস্তারিত জানতে পারে। তার জন্ম, মৃত্যু, শিক্ষক, ছাত্র, পরিবার, বংশ, তার সম্পর্কে বিশিষ্টজনদের মতামত ইত্যাদি সব একনজরে জানতে পারা।
- ৮. বিষয়ভিত্তিক হাদীস অনুসন্ধান।
- ৯. যে কোনো ওয়ার্ড ফাইলে থাকা আয়াত ও হাদীসের স্বয়ংক্রিয় তাখরীজ। এ ফিচারটির মাধ্যমে যে কোনো ছোট গবেষণাকে অমূল্য গবেষণায় পরিণত করা সম্ভব হয়।
- ১০. যে কোনো হাদীস খোলার সাথে পাশে ‘শুরুহ’ এ ক্লিক করলে ঐ হাদীসের পূর্ণ ব্যখ্যা নির্ভরযোগ্য ব্যখ্যাগ্রন্থ থেকে চলে আসবে।
- ইত্যাদি ইত্যাদি।
এই সফটওয়্যারটি সম্পর্কে আমার এক কথায় মূল্যায়ন : আমার ব্যবহার করা সেরা সফটওয়্যার।
সফটওয়্যারটির আগের ভার্সনগুলো বিক্রয় করা হত। তবে সম্প্রতি কিছু অনুদানের মাধ্যমে সফটওয়্যারটি সকল মুসলমানের জন্য বিনামূল্যে ডাউনলোড করার ব্যবস্থা করা হয়েছে।
ডাউনলোড লিংক : http://gk.islamweb.net:8080/
পাঠক এই লিংক থেকে একসঙ্গে পুরো সফটওয়ার বা ভেঙে ভেঙে ডাউনলোড করে নিতে পারেন। সম্পূর্ণ সাইজ হলো ১.৪ জিবি।
২. মাকতাবা শামেলা (অফিসিয়াল সংস্করণ) :
জনপ্রিয় এই সফটওয়্যারটি সম্পর্কে আমরা অনেকেই জানি। সম্প্রতি এর অফিসিয়াল সাইট হতে সর্বপ্রথম কিতাব সহ একটি সংস্করণ প্রকাশ করা হয়েছে। যাতে প্রকাশিত বই অনুযায়ী পৃষ্ঠা নম্বর দেয়া বই এবং অটোমেটিক নম্বর দেয়া বই আলাদা রাখা হয়েছে।
এতে নতুন করে যোগ হয়েছে হাদীসের তাখরীজ সুবিধা, যা একসঙ্গে ৪০০ কিতাব থেকে হাদীসের তাখরীজ করতে সক্ষম। এবং আরো যোগ হয়েছে হাদীস ও ফিকাহর কিতাবগুলোর মূল বইয়ের (মুতুন) সঙ্গে ব্যখ্যাগ্রন্থের (শুরুহ) রাবত বা সম্পর্ক। ফলে কোনো মূল বই খুললে সাথে তার ব্যখ্যাও খুলে যাবে।
এতে সর্বমোট কিতাব আছে ৫৩০০ টি, এবং মোট সাইজ ১.৯৫ জিবি। উল্লেখ্যে, এটি শামেলার প্রথম কিতাবযুক্ত অফিসিয়াল সংস্করণ। এর আগে শামেলার কিতাবযুক্ত যে সংস্করণগুলো আমরা পেতাম, সেগুলোর তুলনায় এর নির্ভরযোগ্যতা তাই অনেক বেশি।
সফটওয়্যারটির এই সংস্করণটি মাকতাবা শামেলার অফিসিয়াল সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
ডাউনলোড লিংক : http://www.archive.org/download/ShamelaLibrary_20101109/ShamelaLibrary.rar
কৃতজ্ঞতা স্বীকার :
জাওয়ামিউল কালিম : মাওলানা শামসুল হক সিদ্দীক
মাকতাবা শামেলা : মুফতি হুসাইন
প্রথম সফটওয়ারটির সুবিধাগুলো কোন একটি ওয়েবসাইটে পাওয়া গেলে ভাল হত। রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেত। এমন কোন ওয়েবসাইট আছে কি?
dorar.net কি দেখেছেন? মোটামুটি চলে।
খুব সুন্দর সফটওয়ার বিভিন্ন ভাষার অনুবাদ সহ হলে আরো ভাল হত বিশেষ করে বাংলা হলে আপনাকে ধন্যবাদ
Maolana . allah apnadar himmot aro bariya din , apnadar ka jaza e khayer dan korun , aro basi basi dinar khadmot korar tawfiq din. aamin
Aameen. Jazakallah..
মাকটাবায়ে শামেলা মোবাইল ভারসন হলে খুব ভালো হতো।
মোবাইল ভার্সন আছে তো। আমি ব্যবহার করছি। তাদের ওয়েবসাইটে গেলেই পাবেন।
ভাই মাকটাবায়ে আজহার ঢাকাতে নাকি ২০,০০০ উদ্দু কিতাবের সফটওয়ারের সিডি পাওয়া যায় কিন্তু ল্যাপটপ কিনতে হবে। তাই এটা অর্জন করা মহা মুসকিল। কিন্তু ঐ সিডি আলেমদের খুব উপকার আসতো যদি ল্যাপটপ ছাড়া কিনতে পাওয়া যেত। সংগ্রহ করার চেষ্টা করুন ইউসুফ সুলতান ভাই। আমার মোবাইল নম্বর : +৮৮০১৭৩১৩৫৫৪২০
মুফতি সাহেব যদি আপনার মোবাইল নম্বর টি দিতেন। কিছু জানার ছিল।
المرجع الاكبر للتراث dvd akare bangladeser kuno librarite ki pawa jy? ay bepare maktabae samelar moto apnar uddeg partona korsi.allah apnake uttam jaza din.amin
Dvd kuthay pabo?