মাকতাবা শামেলার কল্যানে আরবি তাফসির, হাদিস, ফিকহ, সিরাত, ইতিহাস, জীবনী ইত্যাদি গ্রন্থাদি মাউসের ক্লিকের সাথেই এক্সেস করা যাচ্ছে। খোঁজা যাচ্ছে সব গ্রন্থে একসঙ্গে, কিংবা, পৃথক ভাবে। চল্লিশ, পঞ্চাশ খন্ড সম্বলিত কিতাবের পৃষ্ঠা খুঁজে কাঙ্ক্ষিত ফলাফল বের করে আনা এখন মুহূর্তের ব্যাপার।
বাংলায় এরকম কিছু আশা করছিলাম অনেক দিন ধরেই। অন্তত, কুরআন শরীফের শুধু অনুবাদটা যদি এভাবে পাওয়া যেত! যদি তাতে বাংলা লিখে সার্চ করে আরবী আয়াত সহ পেয়ে যেতাম, আবার আরবি লিখে সার্চ করে বাংলা অনুবাদ সহ পেয়ে যেতাম! সে আশাই করতাম এত দিন।
এর মধ্যে যে একটি সফটওয়্যারও সে রকম সুবিধা দিতে পারে নি, তা কিন্তু বলছি না। বছর পাঁচেক আগে জাকারিয়া ভাইয়ার মা‘আরেফুল কুরআন সফটওয়্যারটি সর্বপ্রথম সে সুবিধা নিয়ে এসেছিল। তখন ছিলাম আবুধাবীতে। যতদূর মনে পড়ে, জাকারিয়া ভাইয়ার সফটওয়্যারটির উদ্বোধন আবুধাবীতেই হয়েছিল। বিভিন্ন তাফসীর মাহফিল, ইফতার পার্টি ও বাঙালীদের সমাবেশে তার সফটওয়্যারটির সিডি পাওয়া যেত। আমার কপিটি জাকারিয়া ভাইয়ার পক্ষ থেকে ‘হাদিয়া’ ছিল।
সে সময় খুব খুশি হয়েছিলাম আমি। সফটওয়্যারটি দিয়ে বাংলা বিজয় অক্ষরে লিখে সার্চ করা যেত কুরআনের বাংলা অনুবাদে। যেমন, ‘নামায’ লিখে সার্চ করলে কুরআন শরিফের অনুবাদে কত জায়গায় ‘নামায’ শব্দটি আছে, কোন কোন সুরায় আছে, তা জানিয়ে দিত সফটওয়্যারটি। আর সিডি ঢুকিয়ে চালালে আরবি আয়াতটাও জানা যেত, তবে তা ছিল ইমেজ ফরম্যাটে। যার কারণে আরবি লিখে সার্চ করার কোনো অপশন ছিল না তাতে।
সফটওয়্যারটিতে আর কী কী সংযোজন করা যায়, জাকারিয়া ভাইয়া জানতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, আরবি লিখে সার্চ করার অপশনটা খুব দরকার। এটা হলে সফটওয়্যারটি পরিপূর্ণ হবে বলে মনে করি। পরের ভার্সনে তিনি কুরআন তেলাওয়াত সংযোজন করেছিলেন, ইন্টারফেস কিছুটা মডিফাই করেছিলেন, কিন্তু আরবিটা তখনো সংযোজন করা হয় নি।
এরপর অজানা কারণে সফটওয়্যারটির পরবর্তী ডেভেলপমেন্ট বন্ধ থাকে। গত কয়েক বছর এভাবেই পার হল। এরই মধ্যে আরেকটি মা’আরেফুল কুরআন সফটওয়্যার ইন্টারনেটে পেলাম। কিন্তু, এর সীমাবদ্ধতা আরো বেশি ছিল। কোনো টেক্সট এর ভেতর থেকে কপি করা যেত না।
গত বছরের মাঝামাঝি খোঁজ পেলাম ওপেন সোর্স সফটওয়্যার ‘Zekr‘ এর। ওপেন সোর্স বলে আবারও স্বপ্ন দেখতে শুরু করলাম আমি। ক্রমেই বিভিন্ন ভাষার অনুবাদ এতে যুক্ত হচ্ছে দেখে ভালো লাগত।
আইডি ফোরামে এ সম্পর্কিত একটি টপিকে আলোচনা প্রসঙ্গে স্বদেশী ডেভেলপারদের ‘Zekr‘ এর বাংলা অনুবাদ এক্সটেনশন তৈরির জন্য আহ্বান জানালাম। জানি না সে আহ্বান কাউকে ছুঁতে পেরেছিল কি না। এরপর বেশ কদিন Zekr এর এক্সটেনশন সাইটে গিয়ে বাংলা অনুবাদ খুঁজেছি। কিন্তু অন্যান্য ভাষায় অনুবাদের ভিড়ে বাংলার কোনো খোঁজ না পেয়ে হতাশ হতে হত বরাবর।
‘Zekr‘এর সবচেয়ে ভালো দিক এর সহজ ইন্টারফেস। এরপর আরবিসহ অন্য ভাষায় অনুবাদে খোঁজার সুবিধা। আবার সার্চ স্ক্রীণ থেকে সহজেই মূল আয়াতে ফেরার ব্যবস্থা। সঙ্গে আয়াত ও সূরা নম্বরসহ সার্চ রেজাল্ট ডিসপ্লে। যাতে সহজেই রিসার্চ করতে পারেন ব্যবহারকারীরা। তার ওপর এটি ওপেন সোর্স, কাজেই একদম ফ্রী!
ওপেন সোর্স বলে বাঙালী কেউ না কেউ এগিয়ে আসবেই -এ স্বপ্ন ছিল জোরালো। অবশেষে ভাষার মাস ‘ফেব্রুয়ারির’ শুরুর দিকে ‘Zekr‘-এর এক্সটেনশন সাইটে ঢুঁ মারতেই চোখে পড়ল বাংলা অনুবাদ এক্সটেনশন। যদিও সেটা কেবল মা’আরেফুল কুরআনের। কিন্তু তাতে কি! বাংলা এসেছে, এতেই আমি খুশি। কে করেছেন জানি না, তবে অন্তর থেকে দোয়া রইল তার জন্য। আশা করি সামনে বাংলার অন্যান্য অনুবাদগুলোও চলে আসবে সেখানে।
এই পোষ্টটিতে মূলত ‘Zekr‘ কীভাবে ইন্সটল ও ব্যবহার করতে হবে সে দিকে আলোকপাত করা হবে।
প্রথম ধাপ : Zekr ডাউনলোড ও ইন্সটল :
‘Zekr‘ ইন্সটল করতে আপনার জাভা রানটাইম -এর প্রয়োজন হবে। এখান থেকে তা ডাউলোড করে ইন্সটল করে নিন। আপনার পিসিতে পূর্বে থেকেই তা থাকলে নতুন করে ডাউনলোড করার প্রয়োজন নেই।
এরপর ‘Zekr‘ ডাউনলোড করে নিন। লিংক : http://zekr.org/quran/quran-for-windows ।এখান থেকে ‘ডাউনলোড’ -এ ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এরপর স্বাভাবিক নিয়মেই তা ইন্সটল করুন।
দ্বিতীয় ধাপ : বাংলা অনুবাদ ডাউনলোড ও ইন্সটল :
http://zekr.org/download/trans/muhiuddinkhan.trans.zip -এই লিংক থেকে বাংলা মা’আরেফুল কুরআনের অনুবাদটি ডাউনলোড করে নিন। এরপর ‘Zekr‘ ওপেন করে Tools>Add>Translation এ ক্লিক করুন।
তারপর বাংলা Translation ফাইলটি যেখানে ডাউনলোড করেছেন, সে জায়গাটি নির্দেশ করুন। ব্যস, বাংলা অনুবাদটি ইন্সটল হয়ে যাবে।
তৃতীয় ধাপ : Translation হিসেবে বাংলাকে ডিফল্ট সেট করা :
View>Translation>bn_BD মাওলানা মুহিউদ্দীন খান -সিলেক্ট করুন।
ব্যস, বাংলা অনুবাদ আপনার সফটওয়্যারে ডিফল্ট হিসেবে থাকবে। এরপর কখনো ইংরেজি অনুবাদ দেখার প্রয়োজন হলে একই নিয়মে ইংরেজি অনুবাদ সিলেক্ট করে নিন।
চতুর্থ ধাপ : বাংলা অনুবাদের ফন্ট ও সাইজ ঠিক করা :
Tools>Options>View এ ক্লিক করুন। চিত্রের মতো করে শেষ দুটি ভ্যালু যুক্ত করুন।
ভ্যালু দুটি যুক্ত করতে প্রথমে নিচে Add (+) ক্লিক করুন। নতুন উইন্ডো আসবে। সেখানে নিচের চিত্রের মতো করে ‘trans_bn_fontName’ লিখুন। এরপর Ok দিন।
একই ভাবে আরেকটি ভ্যালু যোগ করুন। Add এ ক্লিক করে ‘trans_bn_fontSize’ লিখে Ok দিন।
এরপর trans_bn_fontName এর ডানে ‘Value’ ঘরে ক্লিক করে ‘SolaimanLipi’ লিখুন। আর ‘trans_bn_fontSize’ এর ডানে ‘Value’ ঘরে ’12’ লিখুন। এরপর Apply দিয়ে Ok দিন। বাংলা ফন্টগুলো এখন স্মুথ দেখাবে।
তবে হ্যাঁ, Solaiman Lipi ফন্টটি আপনার সিস্টেমে না থাকলে অন্য কোনো ইউনিকোড ফন্ট নির্দেশ করতে পারেন। আবার যে ফন্ট আছে তা রেখেই শুধু সাইজ বড় করে নিতে পারেন। এ ক্ষেত্রে কেবল দ্বিতীয় ভ্যালুটি Add করলেই হবে।
পঞ্চম ধাপ : ব্যবহার :
এই সফটওয়্যারটি বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন আপনি।
১. বাঁ পাশ থেকে সূরা ও আয়াত সিলেক্ট করে Go ক্লিক করুন।
২. বাঁ পাশে নিচে Search বক্সে Quran সিলেক্ট করে আরবিতে লিখে সার্চ করতে পারেন।
ফলাফল :
৩. Search বক্সে Translation সিলেক্ট করে বাংলায় লিখে সার্চ করতে পারেন।
ফলাফল :
৪. সার্চ রেজাল্টে আরবি ও অনুবাদে আয়াতের শেষে সূরার নাম ও আয়াত নম্বরের ওপর মাউস ধরলে রেফারেন্সে ব্যবহারের জন্য সূরা ও আয়াতের সংখ্যাদ্বয় দেখতে পাবেন।
৫. আবার তাতে ক্লিক করলে সংশ্লিষ্ট সুরার সংশ্লিষ্ট আয়াতে চলে যাবেন।
এছাড়া আরো বিভিন্ন ভাবে সফটওয়্যারটি থেকে উপকৃত হতে পারবেন। আশা করি এর মাধ্যমে কুরআন সহজে বোঝা, কুরআন নিয়ে গবেষণা করা এবং তার উপর আমল করা সহজ হবে। আল্লাহ তায়ালা এর সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দিন। আমীন।
————————-
Zekr, জাভা এবং সোলাইমানলিপি একসঙ্গে : Zekr_Al-Quran_all (কৃতজ্ঞতা : সাইফুর)
Jazakallahu Khair brother. I’m very delighted to discover your blog, particularly to find that you are providing core authentic Islamic info in Bangla. We need respected scholars like you to be active on the cyberspace more and more. May Allah accept your work. if you’re on twitter, please connect with me @asiftheonly . Salaam. looking forward to getting acquainted.
Jazakallahu khair too brother. Alhamdulillah that you are happy to find this blog. This blog is an attempt to bring Bangladeshi scholars on the cyberspace. We have a large number of respected scholars in our country. Who are undoubtedly better skilled than many others from the other parts of the world. But the only problem is, they don’t reach people through mass medias. Alhamdulillah this blog is attracting many scholars of our country, specially my teachers, and proving that people in cyberspace reads about Islam, searches about Islam. And that we have a lot of Islam loving Bangladeshi people on the cyberspace. I believe, insha’Allah, soon you will find more and more Bangladeshi respected scholars on the cyberspace. We are working for that. May Allah accept our effort for his deen. Aameen.
Right now I am not that active in twitter. However, I will connect u, insha’Allah.
আমি প্রায় মাসখানেকের বেশি হলো সফটওয়ারটি ব্যবহার করছি। ফেসবুকে একজন লিংক দিয়েছিল। দারুন সফটওয়্যার। তবে আরবী সার্চ করলে পাশে যে বাংলা অনুবাদ আসে সেটা এত ছোট যে পড়া যায় না। সার্চ করলে আরবির নিচ নিচে যদি অনুবাদ আসত তবে আরও ভালো হত।
বাংলা অনুবাদের ফন্ট সাইজ বড় করে নিতে পারেন। সে জন্য আমি স্ক্রীণশট দিয়েছি। দেখে নিতে পারেন। আর আরবি সার্চ করলে আরবির পাশাপাশি বাংলা আসলে ভালোই হবে মনে হচ্ছে। কিন্তু এতে সার্চ রেজাল্টটা অনেক বড় ও বিরক্তিকর হতে পারে। তারপরও ডেভেলপাররা ভেবে দেখতে পারেন।
আমার কি যে খুশি লাগছে ইউসূফ ভাই! তবে আমার পিসিতে ফন্ট বড়ই দেখাচ্ছে :) আল্লাহ আপনাকে ইসলামের আরো সেবা করার তাওফিক দান করুন।এর সাথে যদি বাংলা তাফসীর ও থাকতো তাহলে আরো অনেক সুবিধা হতো, আশাকরি সেটাও পাবো ইনশাআল্লাহ…..
দোয়া করবেন। বাংলা তাফসীর যুক্ত করার জন্য যদি কোনো বাঙালী ডেভেলপার এগিয়ে আসেন, তাহলেই হয়। দোয়া করি যেন আল্লাহ এরকম কাউকে তাওফীক দেন। আমীন। ভালো থাকুন।
ডাউনলোড করে ইনস্টল করেছি, টেস্টও করেছি, কাজ ও করেছে ,
কিন্তু সমস্যা হচ্ছে আজ সকাল থেকে অডিও কাজ করতেছে না ।
আসসালামু আলাইকুম। আপনার পিসির কোনো ইন্টারনাল সমস্যা না তো?
আমার পিসি র কোনো সমস্যা নাই, সব কিছু চলে শুধু এই অডিও চলে না।
আসসালামু আলাইকুম, আমি KFGQPC Uthman Taha Naskh ফন্টটি ব্যবহার করি । quran_fontName KFGQPC Uthman Taha Naskh এবং quran_uthmaniTextFile এর ভ্যালু true করতে হবে। ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ আপনার ইনপুটটির জন্য। ভালো থাকুন।
hi
আস্সালামু আলাইকুম ভাইয়া।
আমার কাছে এ অসাধারণ সফ্টওয়্যারটি আছে। আমি এতে বাংলা অনুবাদ হিসেবে হাফেজ মুনির উদ্দিন আহমদ-এর কোরআনের সহজ সরল বাংলা অনুবাদ যোগ করতে চাই। এটা কি সহজে সম্ভব?
ওয়ালাইকুম আসসালাম।
Zekr এর অফিসিয়াল সাইটে বাংলা অনুবাদ কেবল একটিই রয়েছে। কেউ এগিয়ে এসে আপনার পছন্দের অনুবাদটি ঢোকালে আপনি সেটা Zekr এ ঢুকাতে পারবেন। ধন্যবাদ।
As Salamu Alaikum wa rahmatullahi wa barakatuhu.
What is the procedure to add offline recitation?
Walaikum Assalam. Please check the site zekr.org for detailed information. I think you have to download the zipped files and then you have to add them through the menus inside the software.
আসসালামুআলাইকুম,
ভাইয়া আমি ম্যাক ব্যাবহার করি। আমি বাংলা কিভাবে ইন্সটল করব, দয়া করে গাইডলাইন দেবেন।
assalamu alaikum,vai a doroner post khub e upokari.jajakallahu khair.vai bangla anubader link ti open hoy na. please aktu help koren..
I have made the file for the translation by Taqi usmani.
en.taqi.trans.zip
I also have the MSSQL script of this.
Jazakallah. Can you please write a step by step installation process? Thanks.
jazak allah brother .
Assalamu Alikum, Via. Apnar ai wasadharon help er jonno thanks. but Arbite search korar jonno kivabe Arbi language install kotbo?
Walaikum Assalam. Jazakallah. Ji Arabic enable korte hobe. Windows e Arabic thake, just control panel e Regional & Language options e giye ta enable korte hoi.
Assalamu Alaikum, I’ve faced with a new problem for 2-3 days now on…….the zekr software i use is of 64 bit as per my laptop permits………but here is the problem 2-3 days back i came to see that the some portion of the arabic font of the Surahs are not showing in the way they were showed before…..instead it obscures the letters in block of various sizes …….seems to be some problem with the arabic font. So i reinstalled the application but the same problems seem to exist in the software. How can i come out from this problem……….as because this is really pessimistic when some Ayats are invisible or merged with blocks. How can i overcome this???? Please do help me ……………..
নতুন কোন অনুবাদ যুক্ত করার উপায় কি ?
জাযাকাল্লাহ শায়েখ। এর সাথে আলআফাসীর অফলাইন তিলাওয়াতটা যোগ করলে এটা সম্পূর্ণ হয়ঃ http://sourceforge.net/projects/zekr/files/recit/afasy-40kbps-offline.recit.zip/download
assalamo walykom war wabk.vai ami onek din dore try kortece bangla onobad download hoche na karon ki ekto bolben pls.