ওপেন লার্নিংয়ের যুগে ঘরে বসে বিভিন্ন রকম পড়াশোনার সুযোগ

বর্তমানে ওপেন লার্নিংয়ের যুগে ঘরে বসে অবসর সময়ে বিভিন্ন রকম পড়াশোনা করা সম্ভব। যারা ফেইসবুকে বা অনলাইনে ঘুরাঘুরি করে সময় নষ্ট করছেন, তারা অনলাইনে বিভিন্ন কোর্স করতে পারেন।

https://www.coursera.org/ একটি অনলাইন কোর্সের ওয়েবসাইট, নানা বিষয়ে এখানে কোর্স রয়েছে। কোর্সগুলো ফ্রি, তবে ভেরিফাইড সার্টিফিকেট চাইলে পেমেন্ট লাগবে। এখানে কিছু কিছু কোর্সের বাংলা সাবটাইটেল আছে, আর আরবী সাবটাইটেল আছে অনেকগুলোরই।

অনুরূপভাবে https://www.edx.org/ ও আছে। এখানে ইসলামিক ফাইন্যান্স নিয়ে আইডিবির গবেষণা প্রতিষ্ঠান IRTI-র কিছু কোর্স আছে। দেখুন: https://www.edx.org/school/irtix

https://www.openlearning.com/ আরেকটি ওয়েবসাইট। INCEIF, The Global University of Islamic Finance এর ইসলামিক ফাইন্যান্স নিয়ে কিছু কোর্স আছে এতে। https://www.openlearning.com/inceif/

বর্তমানে ওপেন লার্নিংয়ের যুগে এ কথা বলার আর সুযোগ নেই যে, আমার মাদ্রাসার সার্টিফিকেট ভ্যালিড না, বা পড়াশোনার খরচ চালানো সম্ভব নয়, কাজেই উচ্চশিক্ষার সুযোগ নেই। এখন স্কিলটাই মুখ্য, আর তা অর্জন করা সম্ভব ঘরে বসেই। কেবল প্রয়োজন দৃঢ় সংকল্প ও সদিচ্ছা।

সময় অত্যন্ত মূল্যবান, সবার জন্যই।