কিছু উপলব্ধি… (১)

১. আল্লাহর সাহায্য থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। কখনো হয়ত আমাদের পরিকল্পনা মতো সবকিছু হয় না, কিন্তু নিশ্চয় তা আল্লাহর পরিকল্পনার ব্যতিক্রম হয় না। আর তাঁর পরিকল্পনাই সর্বোত্তম পরিকল্পনা। বিপদে সবর ও সুখের সময়ে শোকর – এই নীতিই একজন মুমিনের নিত্য সঙ্গী।

২. মা-বাবার সাথে সুসম্পর্ক ও তাঁদের দোয়ার চেয়ে বেশি দুনিয়াবি প্রশান্তি আর কোনো কিছুতে নেই।

৩. মেধা কম-বেশি থাকা বলে ছোট বেলা থেকে আমাদের মধ্যে যে বিভাজন তৈরি করে দেয়া হয়, তার তেমন কোনো বাস্তবতা নেই। মেধাকে কে কতভাবে ব্যবহার করতে শিখেছে – শিক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে – সেটাই ধর্তব্য।

৪. কোনো কিছুর একটি দিক দেখে/ জেনেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো মেধার সঠিক ব্যবহার নয়। পুরো বিষয়টাকে চারপাশ থেকে দেখে সিদ্ধান্ত গ্রহণই মেধার সর্বোত্তম ব্যবহার।

০১-১২-২০১৬