প্রসঙ্গ র‍্যাগিং

র‍্যাগিংয়ের উদ্ভব ও ক্রমবিকাশ কোথায়, কখন ও কীভাবে? প্রতি বছর এ বিষয়ে কম বেশি শুনে আসছি। অবশ্য প্রথম প্রথম বিশ্বাস করতে বেশ কষ্ট হয়েছে, কারণ আমাদের মাদ্রাসাগুলোতে এমনটা কল্পনাও করা যায় না। এটাও কি আমাদের হাজার বছরের ঐতিহ্য?

একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবর্ষের শুরুটা যদি শিক্ষার্থীদের এভাবে হয়, তাহলে তাদের কাছ থেকে কী ধরণের আউটপুট আশা করা যায়? বছর কয়েক ঘুরে তারাই আরো ‘ভালো’ মানের র‍্যাগিং দেয়ার মতো বড় ভাইয়ে পরিণত হয়। ফাইনাল আউটপুট, কিছু নির্যাতনকারী, সন্ত্রাসী আর ধর্ষক সৃষ্টি ছাড়া আর কী হতে পারে!!!

খবর: র‌্যাগিং না নির্যাতন? https://goo.gl/t7D087