বন্যায় পানিবন্দী লাখ লাখ মানুষ

দেশে অনেক জায়গা বন্যায় প্লাবিত। লাখ লাখ মানুষ পানিবন্দী। তাদের অধিকাংশই নিম্নবিত্ত ও দরিদ্র। এ পর্যন্ত মারা গেছেন ৭১ জন, অধিকাংশই শিশু। এবং সাত লাখের ওপর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা বন্যা দেখেছেন তারা এর ভয়াবহতা জানেন। আমার ১৯৯৮ এর বন্যা দেখার সুযোগ হয়েছিল। প্রথমে ঘরের উঠোনে, পরে ঘরের ভেতর পানি। মাছ, ব্যাঙ আর সাপের আনাগোনা। শুরুতে খাট এক-দুই ইট উঁচু করা, এরপর আরো একটু, এক পর্যায় পুরো ঘরই পানিতে তলিয়ে, আশ্রয় ঘরের টিনে। এক পর্যায় তাও নেই।

রিলিফের নৌকা দেখে শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সকলের এই পানিতেই সাঁতার কেটে ছুটে যাওয়া, ক্ষুধার তাড়নায় সেখানে কাড়াকাড়ি ইত্যাদি কাছ থেকে না দেখলে উপলব্ধি করা সম্ভব নয়।

তাদের পাশে দাঁড়ানো আমাদের আবশ্যিক দায়িত্ব। মানবিক দৃষ্টিকোণ থেকে, ইসলামের শিক্ষাও তা-ই। সাধারণ সাদাকার পাশাপাশি প্রয়োজনে যাকাত থেকেও তাদের সাহায্য করা যেতে পারে, কারণ তাদের অধিকাংশই দরিদ্র-অভাবী, যারা যাকাত গ্রহণের হকদার। আল্লাহ বলেন, “আর তাদের সম্পদে গরীব ও বঞ্চিতদের অধিকার রয়েছে”। [সূরা যারিয়াত: ১৯]

পত্রিকাগুলোতে বন্যার খবরের খুব ভালো ট্রিটমেন্ট দেখছি না। আজকের একটি পত্রিকার শেষে পাতায় খবরের লিংক: http://www.kalerkantho.com/print-edition/…/2016/08/05/389661

ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে যাদের সম্ভব তারা সরাসরি সাহায্যে এগিয়ে আসা উচিৎ। আমাদের কিছু ভাই এসব বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমরা যারা যেতে পারছি না, তাদের সাথে শরীক হতে পারি।

ইভেন্টের লিংক:

১. https://www.facebook.com/events/610924612399397/
২. https://www.facebook.com/events/656555577829291/

আল্লাহ তাদেরকে শীঘ্রই এই বিপদ থেকে রক্ষা করুন। আমীন।

===

The flood situation is becoming worse every day in Bangaldesh. So far, at least 71 people, mostly children, have died and 717,071 families have been affected by the devastating floods which were triggered by upstream waters in the countryside. (News link: http://www.daily-sun.com/…/156…/Flood-death-toll-jumps-to-71)

We need to come forward to help them. It’s an obligation both from the Islamic perspective and as a humanitarian cause. Better if we can help them directly through our own source. If not, there are some brothers who have created events to collect donations and send to those who are affected. We may take part through them.

Link of the Facebook events:

1. https://www.facebook.com/events/610924612399397/
2. https://www.facebook.com/events/656555577829291/

May Allah save them. Aameen.