বহির্বিশ্বে মুসলিমদের ইবাদাতের চাহিদা মেটাচ্ছে বাংলাদেশের হাফেজরা

বাংলাদেশের হাফেজরা বিশ্বের অনেক দেশের ধর্মপ্রাণ মুসলিমদের ইবাদাতের চাহিদা মেটাচ্ছে। কাতার, সাউদি, আমিরাতসহ অন্যান্য দেশে বাংলাদেশি হাফেজদের চাহিদা অনেক। দেশ রেমিটেন্স অর্জন করছে। অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

ওদিকে প্রায় প্রতি বছরই বাংলাদেশি হাফেজরা আন্তর্জাতিক অঙ্গনে বড় পুরস্কার অর্জন করছে। টাকার অংকে তাদের পুরস্কারের ধারে কাছে অন্য কোনো সেক্টরের পুরস্কার আছে কি? আর যে সম্মান বাংলাদেশ অর্জন করছে তা?

বাংলাদেশি মিডিয়াগুলো এগুলো কখনো হাইলাইট করতে চায় না। আদর্শ ও চেতনার দ্বন্দ্ব বাধা হয়ে দাড়ায়। দেশকে সত্যিই ভালবাসলে দেশের যে কোনো সম্মানকে হাইলাইট করা কর্তব্য ছিল। আজ যখন বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ, তখন বাংলাদেশের কয়টা মিডিয়ায় নিউজটা এসেছে?

#একজন_তরিকুল_একটি_বাংলাদেশ