মাদ্রাসার ছাত্রদের নানা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ

আমাদের অনেক ভাই মাদ্রাসার ছাত্রদের জন্য অনেক কিছু করতে চান। তাদের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে চান, তাদেরকে এমপাওয়ার করতে চান। এসব ভাইদের অনেকেই অনেক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। চাইলে আপনারা মাদ্রাসার ভাইদেরকে নানাভাবে অফলাইনে প্রশিক্ষণ দিতে পারেন।

কম্পিউটার সফটওয়্যার, হার্ডওয়ার, গ্রাফিক্স, ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট; বিভিন্ন সফট স্কিলস, লাইফ স্কিলস; বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং বা সাধারণ একাউন্টিং – ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিতে পারেন।

কিংবা আপনাদের প্রতিষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের ইন্টার্নশিপ করার সুযোগ দিতে পারেন। এসময়ে তারা ব্যবসার নানা দিক হাতে কলমে শিখতে পারবে, এবং পরবর্তীতে সেখানে বা নিজেরাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে শিখবে।

এমন আগ্রহী কোনো ব্যক্তি/ প্রতিষ্ঠান থাকলে দয়া করে জানাবেন। আমরা ইনশা’আল্লাহ আগ্রহী ছাত্রদের তাদের সাথে লিংক করে দিব।

নিচের বিষয়গুলো উল্লেখ করে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন: 
– প্রশিক্ষণের বিষয়
– প্রশিক্ষণের সময়কাল/ ব্যাপ্তি
– কতজন যোগ দিতে পারবে
– সম্ভাব্য তারিখ

ইন্টার্নশিপ হলে প্রতিষ্ঠানের নাম, ব্যবসা ও কাজের ধরণ, ইন্টার্নশিপের মেয়াদ ও ভাতা ইত্যাদি জানাতে পারেন।

মোটকথা, আপনিও এখন আপনার জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভাইদের সাথে। জাযাকুমুল্লাহ।