সময় বড় মূল্যবান

ব্যাটারিচালিত রিকশার সামনের সারির প্রশস্ত সিটে চালকের পাশে বসেছিলাম। বাতাস খেতে খেতে কথা হচ্ছিল। আগে তিনি পত্রিকা বিক্রয় করতেন। এক বছর হলো রিকশা চালাচ্ছেন।

‘পত্রিকা বিক্রি তো ভালো কাজ, ছাড়লেন কেন?’ – জানতে চাইলে বললেন, ‘ফেইসবুক আসায় মানুষ এখন আর তেমন পত্রিকা পড়তে চায় না, তাই বিক্রি কমে গেছে, লাভ কম।’

জিজ্ঞাসা করলাম, ‘আপনি ফেইসবুক চালান?’ বললেন, ‘না। ফেসবুকের ওপর আমার অনেক রাগ। এটার জন্য পত্রিকার কাটতি কমে গেছে।’

==

সাধারণ রিকশাচালক ভাই যা বুঝলেন, আমরা সেটা বুঝলে ফেইসবুকে সময় নষ্ট না করে বই পড়ায় বা অন্য কোনো প্রোডাক্টিভ/ ফলদায়ক কাজে মনযোগী হতাম। সময় বড় মূল্যবান। আমরা যে পরিমাণ সময় ফেইসবুকে নষ্ট করি, তা দিয়ে মাসে কমপক্ষে একটি বই পড়া, বা অনলাইনে একটি প্রফেশনাল কোর্স শেষ করা সম্ভব। নানা বিষয়ে অনলাইনে নানা কোর্স রয়েছে। জ্ঞান ও অভিজ্ঞতার ঝুলি ভারি করার সব সুযোগ এখন হাতের মুঠোয়। আসুন, কাজে লাগাই।

#ইতিবাচক_বাংলাদেশ