জুমার বয়ান: কুরবানী কেন করব?

বিবরণ: আমাদের ওপর কুরবানী ওয়াজীব করার পেছনে হিকমত আছে। এ থেকে আমাদের শিক্ষা নেয়ার বিষয় আছে। কিন্তু আজ কুরবানী আমাদের কাছে নিছক একরকম প্রথায় পরিণত হয়েছে। আমরা দুই রকম মুসলিম দেখতে পাই। কেউ তো ভাবেন, কুরবানী এখনো ওয়াজীব হয়নি। আবার কেউ মনে করেন, বাজারের সবচেয়ে বড় গরুটা না কিনলে মানই থাকবে না। মাঝে আরেক দল সুযোগসন্ধানী তৎপর হয়ে উঠেন। যারা বলেন, কুরবানী একটি বড় আর্থিক ক্ষতি। এই বয়ানে বিষয়গুলো আলোচনা করে কুরবানী করতে উদ্বুদ্ধ করা হয়েছে।