সহজ বাংলায় ‘মাকতাবা শামেলা’-র ভিডিও টিউটোরিয়াল

নভেম্বর ২০১০। উলামায়ে কিরামের জন্য আয়োজিত প্রথম আইটি সেমিনারের কিছুদিন আগে বা পরে। মাকতাবা শামেলার ব্যবহারবিধির ওপর দুই পর্বের একটি টিউটোরিয়াল রেকর্ড করেছিলাম। আউটপুট ভিডিও ফাইলগুলো Maktabatul Azhar । মাকতাবাতুল আযহার থেকে প্রচারিত ই-মাকতাবায় ‘শামেলা টিউটোরিয়াল’ নামক ফোল্ডারে দিয়ে দেয়া হত।

২য় পর্বের ভিডিও ফাইলটায় সমস্যা ছিল। তবু এটাই অনেকে আগ্রহ ভরে শেয়ার করেছেন, উপকৃত হয়েছেন জানিয়েছেন, আলহামদুলিল্লাহ।

বেশ কয়েক দিন ধরে প্রিয় ছোট ভাই মাওলানা Mahfuzur Rahman অনুরোধ করে আসছেন সেগুলো ইউটিউবে দিতে, এবং সম্ভব হলে ২য় পর্বটা ঠিক করতে। আজ পুরনো এক্সটার্নাল হার্ড ডিস্ক খুঁজে দেখলাম, মূল রেকর্ড ফাইলগুলো সংরক্ষিত ছিল আলহামদুলিল্লাহ। প্রায় ৭ বছর পর ফাইলগুলো খুলে পুনরায় কনভার্ট করে ইউটিউবে শেয়ার করলাম।

১ম পর্ব

২য় পর্ব

সময় কীভাবে চলে যায়। আজ রেকর্ডের কথাগুলো শুনতে গিয়ে অনেক জায়গায়ই বেশ অস্বস্তি লাগছিল, অপরিপক্বতা ফুটে উঠছিল। সাউন্ড কোয়ালিটিও ভালো নয়। তবু যদি কেউ উপকৃত হন, সেটাই হবে বড় পাওয়া।

দুয়া করবেন যেন ভালো কাজগুলো চলমান থাকে। আল্লাহ তাওফীক দিন। আমীন।

বি:দ্র: আল মাকতাবাতুস শামেলা একটি নন্দিত সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি। আরবী তাফসীর, হাদীস, উলূমুল হাদীস, ফিক্বহ, ইতিহাস ইত্যাদি নানা বিষয়াদির সমন্বিত হাজারো কিতাবের সমারোহ এটি। সার্চ, কপিসহ বেশি কিছু দারুণ ফিচারের জন্য গবেষকদের কাছে তা অত্যন্ত প্রিয়। সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে শামেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে। http://shamela.ws/