প্রেজেন্টেশন: ‘কীভাবে রমজানের প্রস্তুতি নেয়া যায়’

শাহরু রামাদান – মাহে রমজান একেবারে সন্নিকটে। মুসলিমদের ঘরে ঘরে চলছে প্রস্তুতি। বছরের শ্রেষ্ঠ মাসকে স্বাগত জানানোর প্রস্তুতি। আল-কুরআন নাজিলের মাসকে স্বাগত জানানোর প্রস্তুতি। এ প্রস্তুতি ইবাদতের, আল্লাহকে কাছে পাওয়ার। এ প্রস্তুতি কুরআন পড়া, শেখা ও বুঝার। এ প্রস্তুতি প্রতিযোগিতার, সৎ কাজে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার। এ প্রস্তুতি গরীব-দুস্থদের পাশে থাকার, অন্যের মুখে হাসি ফুটানোর। এ প্রস্তুতি সকল অন্যায়-অনাচার বন্ধ করে সদা হাস্যোজ্জ্বল চেহারা বজায় রাখার। এ প্রস্তুতি মিথ্যা-গালাগাল বন্ধ করার, সুদ-ঘুষ-দুর্নীতি রোধ করার। আল্লাহ তায়ালা এবারের রমজানকে আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হিসেবে কবুল করে নিন। আমীন।

গতকাল আই.ইউ.টির ইসলামিক স্টাডিজ সোসাইটির উদ্যোগে রামাদান ফেস্টিভালের অংশ হিসেবে আয়োজন করা হয় একটি লেকচারের। বিষয় ‘How to prepare for Ramadan’ বা ‘কীভাবে রামাদানের প্রস্তুতি নেয়া যায়’। আলহামদুলিল্লাহ ঘন্টাখানেকের প্রেজেন্টেশন শেষে আরো প্রায় চল্লিশ মিনিটের প্রশ্নোত্তর সেশন হয়। আই.ইউ.টির ছাত্রদের দ্বীন শেখার আগ্রহ বরাবরই আমাকে মুগ্ধ করে। আল্লাহ তাদেরকে মুখলিস ও দ্বীনদার হওয়ার তাওফীক দিন। আমীন। দেশের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন হতে থাকলে দ্বীনী পরিবর্তন খুব বেশি দূরে নয়। আল্লাহ সহজ করুন। আমীন।

প্রেজেন্টেশনটির লিংক: http://www.slideshare.net/yousufs/how-to-prepare-for-ramadan
ড্রপবক্স: http://goo.gl/YU3714