কওমী গ্রুপের উদ্যোগে সীরাত ওয়েবসাইট ও এ্যাপ বিনির্মাণ পরিকল্পনার প্রতিযোগিতা

14826_1516381748586002_1337883843_n

 

কওমী গ্রুপের উদ্যোগে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের জন্য চলছে সীরাত ওয়েবসাইট ও এ্যাপ বিনির্মাণ পরিকল্পনার প্রতিযোগিতা। এ সুযোগে যেসব সীরাত বিষয়ক ওয়েবসাইট আছে বিভিন্ন ভাষায়, সেগুলো একত্রিত করার চেষ্টা করছি। এই তালিকার বাইরে আরো কোনো সাইট সম্পর্কে জানা থাকলে দয়া করে মন্তব্যে জানাবেন। জাযাকাল্লাহ।

====

কিছু ওয়েবসাইট লিংক (প্রতিযোগী ভাই ও অন্য সকলেরই কাজে লাগবে ইনশা’আল্লাহ):

http://sultan.org/a/ – এখানে অনেক বিষয়ে আরবী ইলমী ওয়েবসাইটের লিংক রয়েছে। সময় করে লিংকগুলো ঘুরে ঘুরে দেখলে অনেক অভিজ্ঞতা হবে। সীরাতেরও দুয়েকটা সাইট আছে এখানে।

সীরাত বিষয়ক – আরবী:

http://www.alsiraj.net/
http://rasoulallah.net/
http://www.4muhammed.com/
http://www.mercyprophet.org/mul/ar/
http://www.nusrah.com//AR/
http://www.muhammad-pbuh.com/ar/
http://www.noornabi.com/

ইসলামবিষয়ক আরবী সাইট – সীরাত অংশ

http://articles.islamweb.net/media/index.php?page=maincategory&vPart=138&startno=1&lang=A
http://www.saaid.net/mohamed/index.htm
– সাইট দুটোতে রাসূলের স. জীবনীর ওপর তোলা আপত্তিগুলোর জবাব দেয়া হয়েছে
http://www.alssunnah.com/main/

সীরাত – ইংরেজি:

http://prophetictimeline.com/
http://lifeofprophet.com/

আমরা ওয়েবসাইটগুলো ভিজিট করলে ইনশা’আল্লাহ আমাদের পরিকল্পনাগুলো আরো পরিপক্ব হবে। জাযাকুমুল্লাহু খাইরান।

প্রতিযোগিতার ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/1490524634507281/