আল্লাহর সাথে সম্পর্ক সকল সম্পর্কের মাপকাঠি

আল্লাহর সাথে সুসম্পর্ক পৃথিবীর সকল সম্পর্কের মূল। স্বামী-স্ত্রীর উভয়ের আল্লাহর সাথে সুসম্পর্ক থাকলে দাম্পত্য জীবন সুখের হবে, যে কোনো সমস্যায় একে অপরকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানাবে। ব্যবসার পার্টনারদের আল্লাহর সাথে সুসম্পর্ক থাকলে পার্টনারশিপ টিকে থাকবে, থাকবে আমানতদারিতা, বজায় থাকবে আস্থা ও শ্রদ্ধা। শিক্ষক-ছাত্রের আল্লাহর সাথে সুসম্পর্ক থাকলে পারস্পরিক সম্পর্কটা হবে স্নেহের-শ্রদ্ধার, শিক্ষকের সাথে বেয়াদবি-তাঁকে অসম্মান করা – ইত্যাদি কল্পনাও করা যাবে না।

পিতা-পুত্রের আল্লাহর সাথে সুসম্পর্ক থাকলে তাদের উভয়ের মাঝে সম্পর্কটা হবে গভীর, সম্মানের। দুই বন্ধুর আল্লাহর সাথে সুসম্পর্ক থাকলে, পরস্পরের বন্ধুত্ব হবে নিখাদ ও খাঁটি, দু:সময়েও তাকে খুঁজে পাওয়া যাবে।

পক্ষান্তরে আল্লাহর সাথে দুই পক্ষের কোনো পক্ষের সম্পর্ক খারাপ হলে, পারস্পরিক সম্পর্কে তার প্রভাব স্পষ্ট হবে। আমানতদারিতা-ইন্টিগরিটি কমে যাবে, আস্থা নষ্ট হবে, সন্দেহ বাড়বে – শেষে সম্পর্ক ভেঙে যাবে।

বিষয়টা খুব সোজাসাপ্টা। দুইয়ে দুইয়ে চার; তিন বা পাঁচ হবার সুযোগ নেই বললেই চলে।