আল্লাহ তায়ালার কাছে প্রতি মুহূর্তের হাই ডেফিনিশন ভিডিও ধারণ কোনো ব্যাপারই না

আয়াতটা প্রচণ্ড ভারী লাগল।

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَٰذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا ﴿الكهف: ٤٩﴾

“আর আমলের রেজিস্ট্রি বই (তাদের) সামনে রাখা হবে। এতে উল্লিখিত বিষয়ের কারণে আপনি অপরাধীদেরকে ভীত-সন্ত্রস্ত দেখতে পাবেন। তারা বলবে, আজব! এ কেমন রেজিস্ট্রি বই! এ যে ছোট বড় কোন কিছুই বাদ দেয়নি – সবই এতে রয়েছে। তারা যা যা করেছে সব সামনে উপস্থিত দেখতে পাবে। আপনার পালনকর্তা কারও প্রতি কোনো জুলুম করবেন না।” (সূরা কাহাফ: ৪৯)

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে প্রতিটা মুহূর্তের হাই ডেফিনিশন ভিডিও ধারণ কোনো ব্যাপারই না। বর্তমান প্রযুক্তি আমাদের সে কথাই বারবার আঙুল তুলে দেখিয়ে দেয়।

আল্লাহ আমাদের প্রতিটা মুহূর্ত সতর্কভাবে চলার তাওফিক দিন। আমীন।