Juma Bayan : Taqwa – The purpose of life | জুমার বয়ান : তাকওয়া – জীবনের লক্ষ্য

বিবরণ : ঈদুল আযহা চলে গেল। আমরা পশু কুরবানী করলাম। কুরবানী করলাম নিজেদের ভেতরের পশুত্বকে। জানলাম, আল্লাহর কাছে আমাদের কুরবানীর পশুর রক্ত-মাংস পৌঁছে না, পৌঁছে শুধু আমাদের তাকওয়া। কিন্তু তাকওয়া কী সেটাই জানলাম না।

আমি কে? কেন আমি এই পৃথিবীতে? আমার জীবনের কারণ কী? টাকা-পয়সা, সংসার, আয়েশী জীবন না অন্য কিছু? এসব বিষয় নিয়েই এই বক্তব্যটি সাজানো হয়েছে। আশা করি শ্রোতা এতে চিন্তার খোরাক পাবেন।

স্থান : বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ রেইলগেট, ঢাকা।

তারিখ : ১৯/১১/২০১০

অডিও :