Juma Bayan : Zakat – What, Why and How | যাকাত – কী, কেন ও কীভাবে

বিবরণ : যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সালাতের পরই এর গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু এটি আদায়ের ক্ষেত্রে আমাদের অবহেলা, অজ্ঞতা আর উদাসীনতার শেষ নেই। কেউ ভাবি, যাকাত আমার দিতে হবে না, অথচ আমার ওপর যাকাত ওয়াজীব। কেউ ভাবি, কয়েকটা শাড়ি কাজের বুয়াদের দিয়ে দিলেই হলো। আবার কেউ ভাবি, এলাকার রাস্তার উন্নয়নে যাকাতের অর্থ দেয়া যেতে পারে। এসব আলোচনা নিয়েই এই বয়ান।

স্থান : বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ রেইলগেট, ঢাকা।

তারিখ : ১২/০৮/২০১১

অডিও :