প্রসঙ্গ প্রশ্নপত্র ফাঁস ও নষ্ট বিবেক

নিউজ ফিড দেখতে দেখতে একটি পেইজে ঢুকে গেলাম। পঁচিশ হাজারের বেশি ফলোয়ারের পেইজটিতে দেদারসে উন্মুক্তভাবে এইচএসসির প্রশ্নপত্র ফাঁস করা হয়। আগের দিন ফাঁস করা প্রশ্ন যে ১০০% মিলেছে, তা আবার জানিয়ে পোস্ট দেয়া হয়েছে। ছেলে-মেয়েরা ধন্যবাদ জানাচ্ছে। ফাঁস করা প্রশ্ন হাতে পেয়েও অনেকে পুরো উত্তর দিতে পারে নি, এ প্লাসটা ছুটে যাচ্ছে, তাই হতাশা প্রকাশ করছে। পরের পরীক্ষার প্রশ্নপত্র একটু তাড়াতাড়ি ফাঁসের অনুরোধ করছে, কারণ দেরীতে ফাঁস করা হলে সলভ করার সময় পাওয়া যায় না। অনেকে আবার প্রশ্ন ফাঁসের সাথে সাথে উত্তরটাও চাচ্ছে, কারণ বাসার স্যারও তা পুরোটা সলভ করতে পারেন নি। অনেকটা বসতে দিলে শুতে দাও অবস্থা।

যাহোক, ভাবছি, যে দেশের ছাত্র-ছাত্রীর শিক্ষার মতো মহৎ জায়গায় চুরি করতে অভ্যস্ত হয়ে যায়, তারা দেশের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসে কী রকম চুরি করতে পারে, তা কল্পনাই করা যায় না!

আজ ইসলামের দৃষ্টিভঙ্গি না-ই বললাম। আমাদের ভেতরটা কি এগুলো সমর্থন করে?