সীরাত এ্যাপ ও ওয়েবসাইট প্রতিযোগিতা ১৪৩৫ হি:

আরবী-ইংরেজিসহ বিশ্বের নানা ভাষায় শুধুমাত্র রাসূলের সা. সীরাত নিয়ে ওয়েবসাইট ও মোবাইল এ্যাপ রয়েছে। তবে বাংলা ভাষায় দুঃখজনকভাবে এখনো একটি পূর্ণ সীরাতের ওয়েবসাইট বা মোবাইল এ্যাপ নেই। অথচ বাংলা ভাষায় প্রযুক্তির মাধ্যমে সীরাত প্রচারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। বিশেষ করে বর্তমানে রাসূলের স. জীবনের নানা অংশ বিকৃতভাবে উল্লেখপূর্বক সাধারণ মানুষের ঈমান বিধ্বংসী কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় বিষয়টির গুরুত্ব এখন চূড়ায়।

অপর দিকে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক-উলামায়ে কিরাম নি:সন্দেহে এই ভূখণ্ডে মানুষের ঈমান ও ইসলাম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাই যুগের এই সন্ধিক্ষণে নতুন প্রজন্মের কাছে রাসূলের স. জীবনী পৌঁছে দেয়া তাদের প্রতি সময়ের অন্যতম দাবী। অনুরূপভাবে দ্বীনের অন্যান্য বিষয়েও ওয়েবসাইট ও এ্যাপ তৈরি করে প্রযুক্তির মাধ্যমে ইসলামের প্রচার করা দ্বীনী মুসলিম ভাইদের দায়িত্ব।

তাই সকল দিক বিবেচনায় কওমী গ্রুপ সম্পূর্ণ আল্লাহর ওপর ভরসা করে এই মহৎ উদ্যোগটির সূচনা করার দু:সাহস দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।

লক্ষ্য:
===

১. বাংলা ভাষাভাষীদের কাছে রাসূলের সা. জীবনের নানা দিক সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।

২. বাংলা ভাষায় প্রথম সীরাত বিষয়ক ওয়েবসাইট ও এ্যাপ তৈরি করা।

৩. কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ দ্বীনদার মানুষের মাঝে ইসলামী ওয়েবসাইট ও এ্যাপ তৈরির সচেতনতা বৃদ্ধি করা।

নীতিমালা:
===

১. সীরাত সম্পর্কিত ওয়েবসাইট বা মোবাইল এ্যাপ বা উভয়টি বিনির্মাণের পরিকল্পনা জমা দিতে হবে।
ওয়েবসাইট বা এ্যাপ নির্মাণ করতে হবে না।

২. রাসূলের সা. পুরো জীবন বা জীবনের কোনো অংশকে ফোকাস করে এ্যাপ বা ওয়েবসাইট পরিকল্পনা
করা যেতে পারে।

৩. প্রতিটি পরিকল্পনায় কমপক্ষে যা যা থাকতে হবে:

(ক) পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বিবরণ। (লক্ষ্য-উদ্দেশ্য, উদ্দিষ্ট পাঠক/ভিজিটর, কীভাবে পাঠক/
ভিজিটরের ওপর তা প্রভাব ফেলবে, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ইত্যাদি)

(খ) ওয়েবসাইট বা এ্যাপের প্রতিটি বিভাগ – বিস্তারিত ও সুসংগঠিত

(গ) কন্টেন্ট (লেখা/ গ্রাফিক্স/ ভিডিও/ অডিও) – ইত্যাদি যা যা থাকবে (কন্টেন্টগুলোর ওয়েব লিংক বা
নির্মাণ পরিকল্পনা দাখিল করা যেতে পারে)

(ঘ) বিস্তারিত লে-আউট বা বিন্যাস। (প্রথম পাতা, ভেতরের পাতাসমূহ, পাতার মাঝের কন্টেন্ট, সাইডবার,
হেডার/ওপরের অংশ, ফুটার/নীচের অংশ, সাইট ম্যাপ ইত্যাদি।)

মোটকথা, সাইটে কী থাকবে, কীভাবে থাকবে, মেনু কেমন হবে, প্রথম পাতায় কী থাকবে, কীভাবে সাজানো হবে, ভেতরের পাতাগুলো কীভাবে সাজানো হবে, তারতীবটা কেমন হবে, পাঠক/ভিজিটর কীভাবে এ থেকে উপকৃত হবে; সাইটের লেখা/কন্টেন্ট কোথা থেকে আসবে, সেগুলো প্রস্তুত থাকলে ভালো, না থাকলে কীভাবে প্রস্তুত করা হবে – এক কথায় সাইট ও এ্যাপ তৈরির বিস্তারিত পরিকল্পনা থাকতে হবে।

৪. শুধুমাত্র কওমী মাদ্রাসার ছাত্র/শিক্ষক (সাবেক/বর্তমান) অংশ নিতে পারবে। তবে পরিকল্পনা প্রণয়নে অন্যের সহযোগিতা গ্রহণ করতে পারবে। (অর্থাৎ অন্যের সহযোগিতা নেয়া যেতে পারে, তবে প্রতিযোগী হবেন কওমীর ছাত্র/শিক্ষকই। আমরা আসলে কওমীর ছাত্র/শিক্ষকদেরকে ব্যাপকভাবে সম্পৃক্ত করতে চাচ্ছি। আমরা জানি, কওমীর বাইরে আমাদের অনেক ভাই আছেন, যারা কাজটিতে এগিয়ে থাকবেন, কিন্তু কওমীর পরিমণ্ডলে চিন্তাটা ছড়িয়ে দিতে চাচ্ছি। এরপরও কোনো হিতাকাঙ্ক্ষী ভাই অংশ নিতে চাইলে তিনি কোনো কওমী ছাত্র/শিক্ষকের নেতৃত্বে পরোক্ষভাবে অংশ নিতে পারবেন। আপনাদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা আশা করছি। জাযাকুমুল্লাহু খাইরান।)

৫. পরিকল্পনা লিখিত জমা দেয়ার পাশাপাশি গ্রাফিক্স/প্রোটোটাইপ (ওয়েবসাইট বা এ্যাপ যেমন দেখাবে,
তেমনটা চিত্রায়ন করা বা গ্রাফিক্সে দেখানো) জমা দিলে অগ্রাধিকার দেয়া হবে।

৬. পরিকল্পনা জমা দেয়ার শেষ তারিখ: ১৫ই মার্চ ২০১৪।

৭. পরিকল্পনা জমা দিতে হবে সফট কপিতে। ই-মেইলে বা সিডি/ডিভিডিতে হাতে হাতে। শীঘ্রই ই-মেইল
ঠিকানা ও হাতে হাতে দেয়ার ঠিকানা জানিয়ে দেয়া হবে।

পরামর্শ:
===

ওয়েব ডেভেলপমেন্ট ও এ্যাপ ডেভেলপমেন্টের ব্যাপারে আইডিয়া না থাকলেও ইংরেজি-আরবী নানা ভাষার সীরাত ও অন্যান্য ওয়েবসাইট ও এ্যাপ দেখে আইডিয়া নেয়া যেতে পারে। সাথে বাংলা ভাষাভাষীদের জন্য প্রয়োজনীয় বিষয়ে ফোকাস করা যেতে পারে। পুরো বিষয়টাতে একজন শিক্ষক/মুরুব্বীর তত্ত্বাবধানে করা যেতে পারে। পরিকল্পনাটিকে বাস্তব সম্মত করতে একজন ওয়েব ডেভেলপারের সাথে পরামর্শ করা যেতে পারে। সবমিলিয়ে বের হয়ে আসবে একটি চমৎকার সীরাত সাইট পরিকল্পনা, ইনশা’আল্লাহ।

পুরস্কার:
===

প্রতিযোগিতার ১ম পুরস্কার ১টি মিনি ল্যাপটপ। ২য় পুরস্কার একটি এন্ড্রয়েড ট্যাব। ৩য় পুরস্কার একটি ই-বুক রিডার। সবগুলোতেই ইনশা’আল্লাহ ইলমী কিতাবাদি ও সফটওয়্যার দেয়া থাকবে।

এছাড়া অংশগ্রহণকারী সকলকে প্রযুক্তিপণ্য দিয়ে পুরস্কৃত করা হবে ইনশা’আল্লাহ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটিতে দেশের ইসলামপ্রিয় আইটি বিশেষজ্ঞ ও কওমী উলামায়ে কিরামের সমাবেশ ঘটানোর চেষ্টা করা হবে ইনশা’আল্লাহ। উদ্দেশ্য, এর মাধ্যমে দেশে ইসলামী ওয়েবসাইট ও বিশেষ করে ইসলামী এ্যাপ তৈরির উৎসাহ যোগানো ও সচেতনতা বৃদ্ধি করা।

এরপর কী?
======

সকল পরিকল্পনাগুলোকে একত্রিত করে ইনশা’আল্লাহ একটি সমৃদ্ধ সীরাত ওয়েবসাইট ও এ্যাপ তৈরির বাস্তব প্রজেক্ট শুরু করা হবে। এতে প্রত্যেকের আইডিয়ার অংশে কাজ করতে তাকেই অনুরোধ করা হবে ইনশা’আল্লাহ। ফলে সবার আইডিয়াই কাজে লাগবে ইনশা’আল্লাহ।

ওয়েবসাইটটিতে কওমী গ্রুপ ও সকল প্রতিযোগীর পরিকল্পনাগুলো থাকবে ইনশা’আল্লাহ। ফলে পরবর্তীতে কেউ উৎসাহী হয়ে তা আরো সমৃদ্ধ করে নতুন প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে ইনশা’আল্লাহ।

আমরা কীভাবে ভূমিকা রাখতে পারি?
===

আমরা সবাই প্রতিযোগিতায় অংশ নিতে পারি। অথবা যিনি অংশ নিতে পারেন, তাকে ও অন্যদের জানাতে পারি। যাদের সামর্থ্য আছে, পুরস্কার, অনুষ্ঠান ও সাইট তৈরির স্পন্সর করতে পারি। এছাড়া সবাই আল্লাহ তায়ালার কাছে উদ্যোগটির কবুলিয়্যাতের দোয়া করতে পারি।

আল্লাহ তায়ালা আমাদের কবুল করুন। আমীন।

আইডিয়া পাঠাবেন এই ইমেইল ঠিকানায়:
qawmigroup[এ্যাট]yahoo.com

প্রতিযোগিতার ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/1490524634507281/