প্রশ্ন : পাপ থেকে মুক্তির উপায় কী?

প্রশ্ন : জনাব,

প্রথমেই উল্লেখ করতে চাই যে আমি এই মেইলের সাথে যে নাম দিয়েছি তা আমার আসল নাম নয়। আমি এমন একজন মানুষ যে অনেক খারাপ কাজ করেছে। আমি এখন এ সকল পাপ থেকে বের হয়ে আসতে চাই। আমি মহান আল্লাহ্‌র কাছ থেকে ক্ষমা পেতে চাই। আমি খুবই লজ্জিত এই জন্য যে, আমি নারীতে আসক্ত ছিলাম। অনেক পাপ করেছি। আমি এ জন্য অনুতপ্ত। আল্লাহ্‌র কাছ থেকে ক্ষমা পাওয়া কি সম্ভব? এর জন্য আমি কি করতে পারি? এসকল পাপ থেকে মুক্তি লাভের কোন উপায় আছে কি?

উত্তর:

আসসালামু আলাইকুম।

আল্লাহ বলেছেন,

“হে মুমিনগণ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।”

আপনি নিরাশ হবেন না। আল্লাহ রহমান, রহীম। তিনি যে কোনো পাপ ক্ষমা করে দিতে পারেন।

পাপ থেকে ক্ষমা প্রার্থনার শর্ত তিনটি।

১. কৃত পাপের ওপর খুব অনুতপ্ত হওয়া।
২. আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাওয়া।
৩. ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করা।

এরপরও আবার পাপটি করা হলে সঙ্গে সঙ্গে উল্লিখিত তিনটি শর্ত মেনে ক্ষমা চাওয়া।

আশা করি আল্লাহ আমাদের সহায় হবেন। ভালো থাকুন।