প্রশ্ন : রেজিস্ট্রি ছাড়া বিবাহ হয়েছে কি?

প্রশ্ন : আসসালামু আলাইকুম
জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার কাছে আমার বান্ধবীর বিষয়ে একটি প্রশ্ন রাখতে চাই। আমার বান্ধবী সম্প্রতি একটি ছেলেকে পরিবারের অমতে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছে। বিয়েতে সাক্ষী ছিলেন কাজী স্বয়ং আর অন্য একজন ব্যক্তি। বিয়েতে রেজিস্ট্রি করা হয়নি। বিয়ের আগে কাজীর শর্ত ছিলো, যেহেতু বিয়েতে রেজিস্ট্রি করা হচ্ছে না তাই পরবর্তিতে কেউ জিজ্ঞাসা করলে তারা এ বিয়ে অস্বীকার করবে। আমার বান্ধবীর সন্দেহ বিয়ে বৈধ হয়েছে কি না। উল্লেখ্য, তাদের মধ্যে কোন শারিরীক সম্পর্ক এখনও হয়নি। এমতাবস্থায় বিয়ে বৈধ হয়েছে কি না সে সম্পর্কে অতি দ্রুত জানাতে মর্জি হয়। কারণ, বনিবনা না হবার কারণে তারা এখন পরস্পর হতে বিচ্ছিন্ন হতে চায়। এমতাবস্থায় কি করণীয় তা দ্রুত জানাতে মর্জি হয়।

ধন্যবাদ

উত্তর:

ওয়ালাইকুম আসসালাম।

প্রথমত পরিবারের অমতে বিয়ে করে আপনার বান্ধবী একটি অসামাজিক কাজ করেছেন। যার ফল হয়ত তিনি ভুগছেন।

যাহোক। ইসলামে দুজন সাক্ষীর উপস্থিতিতে স্বামী-স্ত্রী কবুল বললেই বিবাহ হয়ে যায়। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ভোগ করতে অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। নতুবা আইনি কোনো সহায়তা পাবেন না আপনার বান্ধবী। ফলে তার স্বামীর অত্যাচারের সুযোগ তৈরি হতে পারে।

কাজী সাহেব যে অস্বীকার করার শর্ত রেখেছেন তা সম্পূর্ণ অনৈসলামিক। সাক্ষী রাখাই হয় বিয়েকে স্বীকৃতি দেয়ার জন্য।

আমার পরামর্শ থাকবে উভয় পরিবারকে রাজী করিয়ে একজন ভালো কাজী ডাকিয়ে বিয়েটা রেজিষ্ট্রি করিয়ে ফেলা। আশা করি আল্লাহ সহায় হবেন।

দোয়া করি।