প্রশ্ন : বিয়ের পর হানিমুনে যাওয়া কি শরীয়তসম্মত?

প্রশ্ন : আচ্ছালামু আলাইকুম
বিয়ের পর “হানিমুন” করার ব্যাপারে শরিয়তের মতামত কি? দয়া করে জানালে ভাল হয়।

উত্তর : ওয়ালাইকুম আসসালাম।

শরীয়তের গন্ডি মেনে স্বামী-স্ত্রী কোথাও ঘুরতে গেলে শরীয়ত এতে বাধা দেবে না। আর শরীয়তের গন্ডি মেনে চলা সব ক্ষেত্রেই অপরিহার্য। তা ‘হানিমুন’ নামের কোনো ভ্রমণে হোক কিংবা অন্য কোনো ভ্রমণে হোক। ধন্যবাদ।