IFIKR – ইসলামিক ফাইন্যান্স গবেষকদের জন্য হটকেক

ISRA – ইন্টারন্যাশনাল শারিয়াহ রিসার্চ একাডেমী। প্রতিষ্ঠাকাল ২০০৮। বাহরাইন-ভিত্তিক AAOIFI (Accounting & Auditing Organization for Islamic Financial Instituions) এর পর ইসলামী অর্থনীতির ক্ষেত্রে একটি বিশ্বস্ত গবেষণা প্রতিষ্ঠান। AAOIFI সহ আরো বিভিন্ন জায়গা থেকে ইসলামী অর্থনীতি বিষয়ক স্কলাররা বিভিন্ন সময় আসেন এখানে, তাদের গবেষণা প্রকাশ করেন, আলোচনায় অংশ নেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি মালয়েশিয়া সরকার সমর্থিত এবং কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক নেগারা’ বিভিন্ন বিষয়েই তাদের সাথে এক হয়ে কাজ করে।

ISRA -র সকল গবেষণা প্রবন্ধ, জার্নাল ও ফাতওয়া আরবী ও ইংরেজিতে তাদের ওয়েবসাইটের I-FIKR বিভাগে দেয়া আছে। এখন পর্যন্ত বিনা মূল্যেই। তবে সামনে হয়ত সাব্সক্রিপশন ফি আসতে পারে। যাহোক আপাতত ইসলামিক ফাইন্যান্স -এর গবেষক ও ছাত্রদের জন্য লুফে নেয়ার মতো ব্যাপার।

http://www.ifikr.isra.my/ এ ঢুকে Sign In এ গিয়ে Create Account এ ক্লিক করে ফ্রি এ্যাকাউন্ট খুলে নিতে পারেন। পরে ই-মেইল এ ভেরিফিকেশন লিংক ক্লিক করে পেয়ে যাবেন সম্পূর্ণ এ্যাক্সেস।