প্রশ্ন : মিলাদের মিষ্টি খাওয়া কি ঠিক?

প্রশ্ন : আমাদের দেশে বিভিন্ন সময়, বিভিন্ন উদ্দেশ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এবং পরে মুসল্লিগনের মদ্ধে তবারক (মিষ্টি) বিতরন করা হয়। আমি শুনেছি যে মিলাদ পড়া বিদআত এবং মিলাদের মিষ্টি খাওয়া ঠিক নয়। কিন্তু বিষয়টি নিস্চিত হতে পারছিনা। এটা কতটা শরীয়ত সম্মত?

উত্তর : আসসালামু আলাইকুম।

মিলাদ মাহফিল নামে আমাদের দেশে যে রাসূলকে স. হাজির নাজির জেনে দাঁড়ানো হয়, তাঁর উদ্দেশে সরাসরি সালাম পাঠ করা হয়, এ সবই বিদআত। সে হিসেবে এখানে প্রদত্ত মিষ্টি/তবারক খাওয়াটাও একপ্রকার বিদআতকে সমর্থন করা। এজন্য এ মিষ্টি/তবারক প্রত্যাখ্যান করে এর বিরোধিতা প্রকাশ করতে বলা হয়। ধন্যবাদ।