Juma Bayan | Personal and social teachings of Salat (prayer) | নামাজের ব্যক্তিগত ও সামাজিক শিক্ষা

বিবরণ: নামাজ ইসলামের অন্যতম ভিত্তি এবং ২য় রুকন। আল্লাহ তায়ালা কুরআনে অনেকবার নামাজ ঠিক মতো আদায়ের নির্দেশ দিয়েছেন। রাসূলও স. সেই নির্দেশ মুসলমানদেরকে পালন করে দেখিয়েছেন। বলেছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছ, সেভাবেই পড়বে। আরো বলেছেন, ক্বিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে।

নামাজে কী ফরয আর কী সুন্নত – তা আমরা অনেক শুনি। নামাজের ফযীলত কী, তাও আমাদের জানা। কিন্তু নামাজ, সেটা দু’রাকাত হলেও, তাতে যে পুরো জীবনের শিক্ষা রয়েছে, তা আমরা কজন জানি? এই অডিওতে সে শিক্ষাগুলোই সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

নামাজের শুরু ও শেষ হয় আল্লাহর নাম নিয়ে। পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা যায় না। পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, কিবলামুখী হয়ে আমাদের নামাজ আদায় করতে হয়। নামাজের পূর্বে আজান হয়, আজানের পর আমরা নবীজীর স. উপর দুরুদ পাঠ করি। জামাতের নামাজে মুসলমানদের পরস্পরের সাথে দেখা-সাক্ষাৎ হয়। কাতারবন্দী হয়ে নামাজে দাঁড়াই আমরা। এক ইমামের পেছনে আনুগত্য করে সম্মিলিত ভাবে নামাজ আদায় করি। নামাজে আসতে হলে খুব শান্ত মন নিয়ে আসতে হয়। তাড়াহুড়া করা যায় না।

এ সব কিছুতেই আমাদের জীবন-পথে চলার অনেক মূল্যবান শিক্ষা রয়েছে। আর এই সংক্ষিপ্ত বয়ানে সে কথাগুলোই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আল্লাহ আমাদের ইসলামে সঠিক শিক্ষা গ্রহণের তাওফীক দান করুন।

তারিখ: ১৪ মে, ২০১০।

স্থান: বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ রেইলগেট, ঢাকা।

Contact Us | Track details | YousufSultan.com