Juma Bayan | Rajab, Shab-e-Miraj and Bidah | রজব, শবে মিরাজ ও বিদাত

বিবরণ : আরবি বারো মাসের মধ্যে অন্যতম মাস রজব। কুরআনে যে চারটি ‘হারাম’ মাসের কথা এসেছে, সেগুলোর মধ্যে একটি হলো এই রজব মাস। হাদীসে এর বিবরণ এসেছে। এ মাস আসলেই নবীজী স. আল্লাহর কাছে দোয়া করতেন,
“اللهم بارك لنا فى رجب و شعبان و بلغنا رمضان”
অর্থাৎ, হে আল্লাহ! রজব ও শাবান মাসে আমাদের মাঝে বরকত দিন। এবং রামাদান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুন।
এ দোয়া ছাড়া কোনো নামাজ, রোজা, রাত্রি জাগরণ, হালুয়া-রুটি ইত্যাদি হাদীসে প্রমাণিত নেই। এগুলো নি:সন্দেহে বিদাত। এই বয়ানে এসব বিষয়েই সংক্ষিপ্তাকারে তুলে ধরা হয়েছে।

তারিখ: ২৫ জুন, ২০১০।

স্থান: বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ রেইলগেট, ঢাকা।

Contact Us | Track details | YousufSultan.com