Juma Bayan | Rights of employer and employee in Islam | ইসলামে শ্রমিক ও মালিকের অধিকার

বিবরণ: ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকের অধিকার আদায়ে ১৮৮৬ সনে এক আন্দলোনের মধ্য দিয়ে এ দিবসটি শুরু হয়। এরপর থেকে প্রতি বছর তা পালিত হচ্ছে। নৈতিকতা ও ধর্মীয় চেতনা ছাড়া শুধু আন্দোলন আর আইন প্রণয়ন যে কোনো প্রকার অধিকার নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়, তার প্রমাণ আমরা আজ বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি। আইন প্রণয়ন হচ্ছে, অথচ বাস্তবায়ন হচ্ছে না। শ্রমিকরা আন্দোলন করেই যাচ্ছেন, ফল পাচ্ছেন না।

এ পরিস্থিতি থেকে উত্তোলনের একমাত্র উপায় ইসলামের আদর্শ গ্রহণ করা। ইসলাম বিভিন্ন ভাবে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক তৈরির চেষ্টা করে আসছে। ইসলাম মনে করে, শ্রমিক ও মালিকের মাঝে ভাতৃত্ব ও সুসম্পর্ক থাকলেই কেবল উভয়ের অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম যেভাবে মালিকপক্ষকে শ্রমিকপক্ষের অধিকার নিশ্চিত করার নির্দেশ দেয়, তেমনিভাবে শ্রমিকপক্ষকেও মালিকপক্ষের অধিকার আদায়ের নির্দেশ দেয়। ইসলাম মনে করে, শ্রমিকপক্ষ কেবল মালিকপক্ষের অধিনস্তই নয়, বরং, তাদের ভাই সমতুল্য। আবার মালিকপক্ষের সকল সম্পদ, অর্থ শ্রমিকপক্ষের নিকট আমানতের মতো। এভাবে অন্য সকল ক্ষেত্রের মতো এ ক্ষেত্রেও ইসলাম দু’পক্ষকে সমান নির্দেশ দিয়ে দু’পক্ষের মাঝে সমতা সাধন করে।

ইসলাম শ্রমিক ও মালিকের জন্য কী কী নির্দেশনা দিয়েছে, তার প্রতিই আলোকপাত করা হয়েছে সংক্ষিপ্ত এ অডিওতে।

তারিখ: ৩০ এপ্রিল, ২০১০।

স্থান: বায়তুল ফালাহ জামে মসজিদ, মালিবাগ রেইলগেট, ঢাকা।

Contact Us | Track details | YousufSultan.com