প্রশ্ন : ওষ্ঠের নিচে যে দাড়ি আছে তা কেটে ফেলা কি ইসলাম সম্মত?

প্রশ্ন : আসসালামু আলাইকুম.ভাই আমার আপনার কাছে জানার ছিল একটা বিষয় সেটা হল… ওষ্ঠের নিচে যে বাচ্চা দাড়ি আছে এটা কি কেটে ফেলা ইসলাম সম্মত? বা ইসালামে এর হুকুম কি?

উত্তর : ওয়ালাইকুম আসসালাম। দাড়ি বা لحية এর সীমানা সম্পর্কে মোটামুটি কথা হলো, দাড়ি হচ্ছে شعر الخدين و الذقن বা দুই গাল ও থুতনির ওপরের চুল/পশম। আর থুতনি বলা হয় মুখের নিচের অংশটিকে। ওষ্টের নিচের অংশও এতে পড়ে যায়। কাজেই এখানে যে চুল হয় তাকে দাড়ির অন্তুর্ভুক্ত বলেই মনে করি। সুতরাং এটা কেটে ফেলা দাড়ি কেটে ফেলার মতোই হবে।

ধন্যবাদ।