প্রশ্ন : শো-পিছ হিসেবে ঘরে নানা জীব-জন্তু,মানুষের প্রতিমুর্তি বা ছবি রাখা যাবে কিনা?

প্রশ্ন : আসসালামু আলাইকুম,

ভাই এখন ঘরে ঘরে একটা ফ্যাশন চালু হয়েছে যে শো-পিছের নাম দিয়ে ঘরে নানা জীব-জন্তু,মানুষের প্রতিমুর্তি বা ছবি রাখে।সুন্দর একটা শো-পিছ বা ছবি রাখাটা একটা ষ্ট্যাটাসের ব্যাপার হয়ে গেছে।

আমার প্রশ্ন হলো :

১.এ ব্যাপারে ইসলামের বিধান কি?
২.যে ঘরে বা রুমে শো-পিছ বা ছবি রাখা আছে সে ঘরে নামাজ পড়লে নামাজে কোন সমস্যা হবে কি?
৩.জীব-জন্তু/কার্টুন ওয়ালা বাচ্চাদেরদের খেলনা সম্পর্কে ইসলামেন কি বিধান?
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম কল্যান ও শান্তি দান করুন।

উত্তর : ওয়ালাইকুম আসসালাম।

জীব-জন্তুর প্রতিমূর্তি ঘরে রাখাকে রাসূল স. প্রচন্ড ঘৃণা করতেন। তা শোপিস, বাচ্চার খেলনা -যে কোনো আকারেই হোক না কেন। কোনো ঘরে জীবজন্তুর ছবি/প্রতিমূর্তি থাকলে সেখানে নামায পড়ার সময় তার ওপর কাপড় ইত্যাদি দিয়ে ঢেকে দিতে হবে, যদি নামাযের সময় সেখানে চোখ যাওয়ার মতো হয়। অন্যথায় না দিলেও চলবে। তবে সর্বাবস্থায় ঘরে ছবি/প্রতিমূর্তি রাখা মাকরূহ।

ধন্যবাদ।

সহায়ক লিংক :
https://yousufsultan.com/posts/humayun-ahmeds-article-about-sculpture-and-its-falsehood/
https://yousufsultan.com/posts/are-sculptures-allowed-in-islam-a-research/
https://yousufsultan.com/posts/use-of-smiley-and-emoticon-halal-or-haram/